ট্রায়াল সম্পূর্ণ হলেও গড়াচ্ছে না ট্রেনের চাকা! কৃষ্ণনগর-আমঘাটা রেল প্রকল্পে হঠাৎ কী হল?

Updated on:

Krishnanagar Amghata Rail Project

সহেলি মিত্র, কলকাতা : আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন… বাংলার হারিয়ে বুকে হারিয়ে যাওয়া এক রেলস্টেশন। কবে এই স্টেশনের ওপর দিয়ে ফের একবার ট্রেনে চাকা করাবে সেই আশায় অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ। দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে কিছুটা হলেও আশার আলো দেখেছিলেন সাধারণ মানুষ। বাংলার রেলের ইতিহাসে কৃষ্ণনগর-আমঘাটা রেলপথ (Krishnanagar Amghata Rail Project) একটা আলাদাই মাহাত্ম্য রাখে। এমনকি ২০২৪ সালে এই রেলপথে ট্রায়াল রানও হয়েছিল তবে এখনো অবধি পাকাপাকিভাবে ট্রেন পরিষেবা শুরু হয়নি। যার জেরে স্বাভাবিকভাবেই হতাশ স্থানীয় মানুষজন। কবে এই রেলপথ দিয়ে ফের একবার ট্রেন পরিষেবা শুরু হবে, সেই অপেক্ষায় এখন দিন গুনছেন সকলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নজরে আমঘাটা হল্ট স্টেশন

এমনিতে বর্তমান সময়ে হয় জমিজট নয়তো অন্যান্য কারণে বাংলায় বহু রেল প্রকল্পের কাজ আটকে রয়েছে। যার মধ্যে অন্যতম ছিল কৃষ্ণনগর-আমঘাটা রেল প্রকল্প। ঠিক ছিল যে শীঘ্রই এই রুটে ট্রেন ছুটবে। কিন্তু সেগুড়ে বালি। বছরখানেক আগে এই রুটে ট্রেন পরিষেবা শুরু হবে বলে জানিয়েছিল পূর্ব রেল তবে এখন অবধি সেই কাজ হয়নি। বর্তমানে এই আমঘাটা হল স্টেশনটি স্থানীয় মানুষের আড্ডার অন্যতম জায়গা হয়ে গিয়েছে। রেলস্টেশন এবং স্টেশন চত্বরে গজিয়ে উঠেছে ঘাস।

আরও পড়ুনঃ বাংলাদেশকে বিরাট দুঃসংবাদ দিল জাতিসংঘ! ভারতের পর আমেরিকার এক সিদ্ধান্তেই সব শেষ

এদিকে এই রেলরুট নিয়ে বড়সড় মন্তব্য করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানিয়েছেন, কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চালিয়ে কোনও লাভ নেই। দরকার শিয়ালদা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল। ২০২৪ সালে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় নয় কিলোমিটারে রেল পথেরেল চালানোর সিদ্ধান্ত নেয়। সেই মত শুরু হয় জোরকদমে কাজ এবং গত বছর রেল দফতরের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী কৃষ্ণনগর আমঘাটা প্রায় নয় কিলোমিটার রেল পথে গড়ায় রেলের চাকা। যা বিশেষ ট্রায়াল ট্রেন হিসেবে চালানো হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হতাশ স্থানীয়রা

অনেকেই হয়তো জানেন তো অনেকেই হয়তো জানেন না যে আগে কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ন্যারো গেজ লাইন দিয়ে ছোট ট্রেন ছুটত। যদিও ২০১০ সাল নাগাদ বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। সেই রেলপথকে ব্রডগেজে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে ছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। যাইহোক, অবশেষে কৃষ্ণনগর-আমঘাটা রুটে ট্রেন পরিষেবা শুরু হলে উপকৃত হবেন সাধারণ মানুষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group