LPG-র পর পেট্রোল, ডিজেলেও ঝটকা! শুধুমাত্র কলকাতায় বাড়ল দাম, জানুন আজকের রেট

Published on:

petrol pump

শ্বেতা মিত্র, কলকাতাঃ মাসের শুরুতেই জোরদার ধাক্কা খেলেন বাংলার মানুষ। বিশেষ করে কলকাতা (Kolkata) শহরের মানুষজন আজ গাড়িতে তেল ভরতে গিয়ে রীতিমতো আকাশ থেকে পড়েছেন। এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন হল নতুন মাসের সকাল সকাল? তাহলে জানিয়ে রাখি, আজ ২ ডিসেম্বর আচমকা  শহরে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ সকাল সকাল নিজের দু’চাকা কিংবা চার চাকায় তেল ভরতে গিয়ে চোখ কপালে উঠেছে সকলেরই। আপনিও কি জানতে ইচ্ছুক যে কত টাকা করে তেলের দাম বেড়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

জানা গিয়েছে, আজ সোমবার শহরে পেট্রোলের দাম ৬ পয়সা বেড়ে বিক্রি হচ্ছে লিটারে ১০৫. ০১ টাকায়। গতকাল অবধি এই দাম ছিল ১০৪. ৯৫ টাকা। এবার আসা যাক ডিজেলের দামে। এদিন ডিজেলের দামও ৬ পয়সা বেড়ে বিক্রি হচ্ছে ৯১. ৮২ টাকায়। গতকাল রবিবার অবধি এই দাম ছিল ৯১. ৭৬ টাকা। একদিকে যখন মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের সেখানে নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির হওয়ার জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ফলে তেলের দাম কমানোর দাবি জোরালো হচ্ছে।

অন্যদিকে আজ দিল্লিতে পেট্রোলের দাম ৯৪. ৭৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৬৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৩. ৫০ টাকা এবং ডিজেলের দাম ৯০. ০৩ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০. ৮০ টাকা এবং ডিজেলের দাম ৯২. ৩৯ টাকা প্রতি লিটার।

দাম বেড়েছে রান্নার গ্যাসেরও

এদিকে ডিসেম্বর মাসের প্রথম দিনেই বেড়েছে রান্নার গ্যাসের দাম। LPG সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি। সংস্থাগুলি সমস্ত শহরে সংশোধিত দাম জারি করেছে, যার অনুসারে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১৮  টাকা বেড়েছে। এর আগে, নভেম্বরের প্রথম তারিখেও সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে এবারও কোনো পরিবর্তন ছাড়াই ১৪ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীল রয়েছে।

যেমন ১  ডিসেম্বর, দেশের রাজধানী দিল্লিতে ১৯  কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে  ১৮১৮.৫০, যা এতদিন  পর্যন্ত ১৮০২  টাকায় পাওয়া যেত।কলকাতায় গ্যাস ১৯২৭ টাকা মূল্যে পাওয়া যাবে। মুম্বাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল ১৭৫৪.৫০ টাকা, যা এখন বেড়ে ১৭৭১  টাকা হয়েছে। চেন্নাইতে এই সিলিন্ডারটি ৯৬৪.৫০ টাকায় পাওয়া যেত, যা এখন ১৯৮০.৫০ টাকা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥