মায়ের সামনেই নগ্ন করে নবম শ্রেণির ছাত্রীকে নির্যাতন মালদায়! এখনও অধরা অভিযুক্তরা

Published on:

Malda

প্রীতি পোদ্দার, কলকাতা: খবরের পর খুললেই একেরপর এক নারী নির্যাতনের খবর উঠে আসে। কখনও ৪ মাসের শিশু তো কখনও ৭০ বছরের বৃদ্ধা কেউই রেহাট পায় না এই যৌন নির্যাতনের শিকারের হাত থেকে। প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হলেও কোনো ক্ষেত্রেই এই ভয়াবহ সমস্যা নির্মূল করা যায় না। আর এই আবহেই সম্প্রতি মালদহে (Malda) ঘটে এল আরেক নারকীয় ঘটনা। বামনগোলায় নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে এল তিন যুবকের বিরুদ্ধে। রীতিমত নগ্ন করে মার, অকথ্য যৌন নির্যাতনের অভিযোগ উঠে এল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানা এলাকায়। সূত্রের খবর, দোলের দিন নবম শ্রেণীর এক ছাত্রী স্নান সেরে ঘরে ঢুকছিল। আর, ঠিক তখনই সুযোগ বুঝে ঘরে ঢুকে যায় তিন যুবক। তারপরই ওই তিন যুবক কিশোরীর ওপর শুরু করে দেয় নারকীয় নির্যাতন। রীতিমত নগ্ন করে মারধর করা শুরু করে দেয়। এদিকে মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন মা। কিন্তু, সেই তিন যুবক কিশোরীর মা কেও রেহাত দেয়নি। তাঁকেও বেধড়ক মারধর করা হয়। তাঁর সামনেই মেয়ের যৌন নির্যাতন চলে বলে অভিযোগ উঠে আসে। শেষে মা ও মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ওই তিন যুবক চম্পট দেয়।

হুমকি পরিবারকে

ঘটনার পর বাড়িতে প্রবেশ করে স্থানীয় বাসিন্দারাই। এবং গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।অন্যদিকে এই ঘটনার পরেই থানায় লিখিত অভিযোগ জানান কিশোরীর বাবা-মা। কিন্তু থানায় অভিযোগই তাঁদের কাল হল। জানা গিয়েছে থানায় অভিযোগ জানানোর পর শুরু হয় অন্য অশান্তি। আগ্নেয়াস্ত্র নিয়ে নির্যাতিতার বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ উঠিয়ে নেওয়ার জন্য হুমকিও দেন তাঁরা। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বাধ্য হয়ে প্রাণভয়ে এবং আতঙ্কে বাড়ি ছাড়ে নাবালিকার পরিবার। এরপরেই জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হন তাঁরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথীতে ৩ বছরে বেসরকারি হাসপাতালে কত রোগীর চিকিৎসা? তথ্য চাইল কমিশন

শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, বামগোলা থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও ধর্ষণ কাণ্ডে জড়িত তিন অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। এই প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের এক সদস্য বলছেন, “ধর্ষণের চেষ্টা করেছে ওরা। থানায় অভিযোগ জানাতে গেলেও হুমকি দেওয়া হয়। বলা হয়েছে তদন্ত এগোলে বাড়ি-পরিবার শেষ করে দেবে।” গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আর এই ঘটনায় রং লেগেছে রাজনৈতিক দলের। বিজেপির দাবি করছে অভিযুক্তরা তৃণমূলের লোক। এদিকে আবার তৃণমূলও দূস্কৃতীদের শাস্তির দাবি তুলেছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group