Indiahood-nabobarsho

আর কটা দিন, শীঘ্রই হুগলিতে বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে পৌঁছে যাবে গ্যাস, সুখবর দিল GAIL

Published on:

png

শ্বেতা মিত্র, চুঁচুড়াঃ দ্রুত গতিতে চলছে কাজ। এবার হুগলি জেলাতেও পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে গ্যাস। দ্রুত গতিতে চলছে গ্যাসের পাইপ বসানোর কাজ। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই গতিতে কাজ চললে আগামী তিন মাসের মধ্যেই কাজ সম্পন্ন হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দ্রুত গতিতে চলছে পাইপলাইন বসানোর কাজ

হুগলি জেলার একাধিক জায়গায় ইতিমধ্যে জোর কদমে কাজ চলছে। কাজের অগ্রগতি সবথেকে বেশি হয়েছে চন্দননগরে। এছাড়া শ্রীরামপুর, কোদালিয়া, উত্তরপাড়া, বাঁশবেড়িয়ার মতো জায়গাতেও কাজ অনেকটা এগিয়েছে বলে জানা গিয়েছে। পাইপ বসানোর কাজ শেষ হলে, বাড়িতে গ্যাসের সরবরাহ করা অনেকটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, প্রাকৃতিক গ্যাসের জন্য গেইলের পাইপ লাইন হুগলির রাজারামবাটি পর্যন্ত চলে এসেছে। হুগলিতে যৌথ উদ্যোগে এই গ্যাস সরবরাহের কাজ করছে গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন ও গেইল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রাকৃতিক গ্যাস?

পাইপ লাইনে বসানো হবে একটি মিটার। এই মিটারের মাধ্যমে বোঝা যাবে কতটা পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়েছে। তবে গ্যাস পৌঁছানোর কাজ শুরু করার আগে প্রেসার কমানোর কাজ রয়েছে। এর জন্য একটি প্লান্ট বসানো হবে। প্লান্টের জন্য ইতিমধ্যে জমি বরাদ্দ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। কোদালিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হয়েছে জমি। সেখানেই বসানো হবে প্ল্যান্ট।

আরও পড়ুনঃ এবার নর্দমার জল শোধন করে লাগানো হবে কাজে, খড়গপুর IIT-কে গুরু দায়িত্ব কলকাতা পুরসভার

শেষ পাওয়া খবর অনুযায়ী, সবথেকে বেশি পলিথিনের পাইপ বসানো হয়েছে চন্দননগরে (৪৩ কিলোমিটার)। এরপর রয়েছে হুগলি জেলার বাঁশবেড়িয়া (২৩ কিলোমিটার) শ্রীরামপুর (৩ কিলোমিটার)। উত্তরপাড়াতেও বসানো হয়েছে পাইপ। সব মিলিয়ে সেখানে ৮৬ কিলোমিটার পাইপ বসানো হয়েছে বলে খবরে প্রকাশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group