Indiahood-nabobarsho

অতিরিক্ত দাম দিয়ে আর কিনতে হবে না রান্নার গ্যাস! চালু হল নয়া পরিষেবা

Updated on:

Pipeline Cooking Gas

প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন জিনিসপত্রের দাম যেন আরও ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। সামান্য চাল, ডাল আর আলু কিনতে গেলেও দু’বার ভাবনা চিন্তা করতে হচ্ছে মধ্যবিত্তদের। আর এই মূল্যবৃদ্ধির আবহে এবার রান্নার গ্যাসের দামও চড়চড়িয়ে বাড়ছে। চলতি মাসের শুরুতে বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ঠিকই কিন্তু কিছুদিন আগে ঘরোয়া রান্নার গ্যাসের দাম আবার একধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে আরও সমস্যায় পড়েছে নিম্ন মধ্যবিত্তদের একাংশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত গ্রাহকের

১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম বিগত কয়েক মাস ধরেই অপরিবর্তিত ছিল। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েই যাচ্ছিল। কিন্তু নতুন আর্থিক বছরে জনগণকে স্বস্তি দিতে ১ এপ্রিল তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। প্রতি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। কিন্তু কয়েকদিন পরেই আবার বাড়ানো হয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম। এইমুহুর্তে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। তাই অনেকে আজও একটা সিলিন্ডারে অন্তত একটা মাস চালানোর চেষ্টা করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একমাস চলে না রান্নার গ্যাস। তার আগেই ফুরিয়ে যায়। তবে এবার এই মহা সমস্যার এক বড় সমাধান মিলতে চলেছে। চালু হতে চলেছে গ্যাসের পাইপলাইন ব্যবস্থা (Pipeline Cooking Gas)।

উত্তরবঙ্গে চালু হল গ্যাসের পাইপলাইন সুবিধা

জানা গিয়েছে খুব শীঘ্রই এবার পাইপলাইনের মাধ্যমেই মিলতে চলেছে রান্নার গ্যাসের সুবিধা। তারপর ধাপে ধাপে পাইপলাইন যেমন এগোবে ঠিক তেমনভাবেই এলাকায় গৃহস্থদের বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাসের এই সুবিধা। এইমুহুর্তে প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের সাহেব বাড়ি এলাকায় এই পরিষেবা চালু হয়েছে। সেখানে তাই পাইপলাইনের‌ মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাওয়া গ্যাসের ‌মাধ্যমেই এখন‌ রান্না করছে সাহেবগঞ্জ এলাকার সব পরিবারে। হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা-ই ‌পাওয়া‌ যাবে‌ এই গ্যাস‌ পরিষেবা। এছাড়াও বসানো হবে গ্যাসের মিটার বক্স।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ চাকরি বাতিলের মাঝেই বড় পদক্ষেপ বিকাশ ভবনের

এর‌ আগে কলকাতার কয়েকটি জায়গায় এই পাইপলাইনের‌ মাধ্যমে গ্যাস‌ পরিষেবা চালু হয়েছে। অন্যদিকে গত মাসে বেঙ্গল গ্যাস সংস্থা দাবি করেছে যে সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই চন্দননগরের তিনটি ওয়ার্ডের (৮, ৯ এবং ১০ নম্বর) অন্তত দু’হাজার বাড়িতে প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন সংযুক্ত হবে। এছাড়াও তাঁরা জানিয়েছে, সংযোগের জন্য আপাতত সংশ্লিষ্ট পরিবারগুলিকে কোনও টাকা দিতে হবে না। অন্তত দু’লক্ষ গ্রাহকের বাড়িতে আগামী কয়েক মাসে ওই গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group