পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬৪ লক্ষ টাকা আর্থিক তছরুপ! গ্রাহকদের তুমুল উত্তেজনা ফরাক্কায়

Published:

Farakka
Follow

প্রীতি পোদ্দার, ফরাক্কা: গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে চুরি গেল লক্ষাধিক টাকা! অভিযোগ উঠল ব্যাঙ্কেরই ম্যানেজার এবং স্থায়ী কর্মীর বিরুদ্ধে! ফরাক্কায় (Farakka) এই ঘটনা প্রকাশ্যে আসতেই কর্তৃপক্ষ নীরব থাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের আগুন বিশাল আকার ধারণ করে। সোমবার ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন সকলে।

অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার ফরাক্কার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক খুলতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ ওঠে ব্যাঙ্কের অস্থায়ী কর্মী প্রবীর দত্ত দীর্ঘদিন ধরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তছরুপ করে আসছেন। শুধু প্রবীর দত্তই নয়, ব্যাঙ্কের আরও কয়েকজন স্থায়ী কর্মীও এই তছরুপে জড়িত রয়েছে বলে অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। কারণ দীর্ঘদিন ধরে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা উধাও হচ্ছিল, কিন্তু কেন এই টাকা কাটছে কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তাঁরা।

উত্তেজনা চরম আকার ধারণ করে!

ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বহুবার গ্রাহকরা অভিযোগ জানিয়েছিলেন যে যেন মাঝে মধ্যেই তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছেন কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সমাধানই বের করতে পারেনি। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। উত্তেজনা চরম আকার ধারণ করে। অবশেষে গতকাল ঘটনার সত্যতা স্পষ্ট হতেই ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। নাম প্রকাশ্য অনিচ্ছুক একজন গ্রাহক জানিয়েছেন, “ বিগত কয়েকদিন ধরেই আমার অ্যাকাউন্টে টাকা কাটা হচ্ছে বিভিন্ন কারণে, বিষয়টি জানানো হয় ব্যাঙ্কে, সেখান থেকে আপটুডেট করা হলে জানা যায় আসল কারণ।”

আরও পড়ুন: টেন্ডারের আগে রাস্তা তৈরি! বিরাট কীর্তি কৃষ্ণনগরের ভাইস চেয়ারম্যানের, মামলা হাইকোর্টে

এদিন আর্থিক তছরুপের আন্দোলন বিশাল আকার ধারণ করা মাত্রই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফরাক্কা থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তখনও পুলিশের উপস্থিতিতেও অল্প বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন যে, অভিযুক্ত প্রবীর দত্ত ও ব্যাঙ্কের ম্যানেজারকে অবিলম্বে গ্রেফতার না করা হলে, তাদের আন্দোলন আরও জোরদার হবে। এদিকে টাকার তছরুপের হিসেব তুলে ধরে ব্যাঙ্ক ম্যানেজার। তিনি জানিয়েছেন, ”এখনও পর্যন্ত ৬৪ লক্ষ টাকা আর্থিক তছরুপ হয়ে আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join