শিলিগুড়িতে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই চোর, গণধোলাই স্থানীয়দের

Published:

Siliguri
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গরু পাচারের মামলা ঘিরে অনেক আগেই রাজ্য জুড়ে এক শোরগোল পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই মামলায় নাম জড়িয়েছিল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। যদিও এই মুহূর্তে তিনি জামিনে আছেন। কিন্তু তবুও কলঙ্কের দাগ লেগেই রয়েছেই। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় হামেশাই গরু চুরির ঘটনা উঠে আসছে খবরের পাতায়। এমতাবস্থায় শিলিগুড়িতে গরু চুরি করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ল দুই যুবক।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শুক্রবার, শিলিগুড়ি মহাকুমার কমলা বাগান এলাকায়। সেখানে গরু চুরি করতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পরল দুই চোর। জানা গিয়েছে এদিন দুই চোর কমলা বাগান এলাকায় গরু গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় তাঁদের হাবভাব দেখে স্থানীয়দের মনে একাধিক সন্দেহ জাগে। তারপরেই হাতেনাতে ধরে দুই চোরকে। প্রথমে পালাচ্ছিল চোরগুলি, তারপর স্থানীয়দের ধাওয়া খেয়ে অবশেষে ধরা পড়ে। শুরু হয় গণধোলাই। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।

শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের

এদিকে কমলা বাগান এলাকায় এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে চলে আসে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ দুই গরু চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তদন্তের জেরে জানা গিয়েছে ওই দুই ধৃত যুবক সংখ্যালঘু সম্প্রদায়ের। যাদের মধ্যে একজনের নাম এমডি শাহজাহান এবং অপরের নাম এম ডি ইমরান। ফাঁসিদেওয়া থানার পুলিশের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে শুধু ওঁরা নাকি আরও কেউ জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি! নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

উল্লেখ্য, কয়েক মাস আগে বাঁকুড়া জেলার একাধিক জায়গা থেকে একের পর এক গরু চুরির অভিযোগ খবরের পাতায় উঠে এসেছিল। জেলার জয়পুর ও কোতুলপুর থানা এলাকার অন্তত চার থেকে পাঁচটি জায়গায় গরু চুরির ঘটনা ঘটেছিল। সেই সময় বাঁকুড়া পুলিশ জোর কদমে ময়দানে নেমেছিল। তাঁদেরও প্রাথমিক অনুমান চি, এই গরু চুরি ও পাচার চক্রের সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলার দুষ্কৃতীদের যোগসাজশ রয়েছে ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join