প্রীতি পোদ্দার, কলকাতা: দশমীর রাতে অবাক কাণ্ড! মাঝ রাস্তায় মদ খেয়ে টলে পড়ে যাচ্ছেন শ্রীরামপুরের (Serampore) ট্রাফিক ইন্সপেক্টর! করছেন উল্টোপাল্টা আচরণ। আর তা দেখেই এবার ক্ষুব্ধ জনতা। বেপরোয়া মারধর করা হল তাঁকে। রাজ্যের নির্দেশে দুর্গাপুজোয় যাতে রাজ্যজুড়ে ভালো পরিস্থিতি বজায় থাকে তার জন্য কড়া নজর রাখে পুলিশ-প্রশাসন। কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে ঘটল আরেক ঘটনা।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, দশমীর রাতে শ্রীরামপুর বটতলায় ঘটে এক অবাক কাণ্ড। সেখানকার কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টপরের মাতলামির কীর্তিতে হতবাক আমজনতা। একেবারে মদ্যপ অবস্থায় রয়েছেন তিনি, সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না। টলে পড়ে যাচ্ছেন। আর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে রাস্তায় এমন বেসামাল অবস্থায় দেখে উত্তেজিত হয়ে ওঠে জনতা। আইন রক্ষকের এমন হাল দেখে তাঁকে নাকি মারধরও করা হয়। সেই খবর স্থানীয় থানায় পৌঁছলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় অন্য পুলিশ কর্মীরা এবং কোনওরকমে ওই পুলিশ আধিকারিককে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশকে মারধর জনতার
এদিন রাতে শ্রীরামপুরের বটতলায় কর্তব্যরত ছিলেন শ্রীরামপুর ট্রাফিকের অভিযুক্ত ইন্সপেক্টর। বিসর্জনের রাতে রাস্তায় তখন মাকে দেখার জন্য নেমেছে মানুষের ঢল। আর, সেই সময় নজরে আসে ওই পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থাতেই রাস্তায় টলে পড়ে যাচ্ছেন। তাঁর সহকর্মীরা তাঁকে তুলে ধরার চেষ্টা করছেন। এদিকে এই আচরণ দেখে স্থানীয়রা প্রশ্ন তোলে কেন সে ডিউটিরত অবস্থায় নেশা করেছেন। কিন্তু কথা বলার মতো অবস্থাতেও ছিলেন না তিনি। তাই তাঁর উপর চড়াও হয় জনতা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood।
আরও পড়ুন: ফের দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি
এদিকে পুলিশ কর্মীর এই মাতলামির বিষয়টি বিষয়টা নজরে পড়তেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর থানার পুলিশ। শেষ আপডেট অনুযায়ী আপাতত ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে তাঁকে সমস্ত ডিউটি থেকে বের করে দেওয়া হয়েছে। এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে, কীভাবে ওই পরিস্থিতি তৈরি হল, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদি দোষ প্রমাণিত হয় তাহলে ঐ ইন্সপেক্টরের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।