দুর্গার গয়না চুরি নয়, পরীক্ষার পাস করতে সিঁদুর-ফুল নিয়েছিল সিভিকরা! দাবি পুলিশের

Published:

malda civic volunteer
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মধ্যেই ঘোর বিপদ! প্রায় ৩ লক্ষ টাকার মায়ের সোনার গয়না চুরির অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদায় (Malda)। গত মঙ্গলবার, অষ্টমীর রাতে মালদায় গাজোলে একলাখি গান্ধীমোড় সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ থেকে দুর্গাপুজো চলাকালীন মণ্ডপ থেকে সোনার গয়না চুরির অভিযোগ উঠেছিল দুই সিভিক ভলান্টিয়ার-সহ তিন জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুজোর উদ্যোক্তারা FIR রুজু করে এবং তদন্তও শুরু করেছে পুলিশ। আর তাই নিয়ে রীতিমত উত্তাল পরিস্থিতি এলাকা জুড়ে।

অষ্টমীর রাতে মায়ের গয়না চুরি!

রিপোর্ট অনুযায়ী, অষ্টমীর রাতে মা দুর্গার সোনার গয়না চুরির পর পরের দিন অর্থাৎ নবমীর সকালে মালদায় চুরির বিষয়টি প্রথম নজরে আসে। পুজোর উদ্যোক্তারা জানান, নবমীর সকালে পুরোহিত পুজোর প্রস্তুতির সময় দেখতে পান প্রতিমার সোনার গয়না নেই। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন উদ্যোক্তারা। সেখানেই দেখা যায় দুই সিভিক ভলান্টিয়ার এবং এক স্থানীয় বাসিন্দাকে প্রতিমার কাছে ঘোরাঘুরি করছেন। এবং কিছু জিনিস নাড়াচাড়া করছে। তার পরেই তিন অভিযুক্ত অর্থাৎ অধীর মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা এবং দুই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এবং গৌর মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান পুজোর উদ্যোক্তারা।

চুরির ঘটনায় যুক্ত সিভিক ভলেন্টিয়ার

পুজো উদ্যোক্তাদের অভিযোগের পর নবমীর দিনই স্থানীয় থানার পুলিশকর্মীরা অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ার এবং স্থানীয় ওই বাসিন্দাকে সেখান থেকে নিয়ে যান। গতকাল মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব চুরির তদন্ত সম্পর্কে জানান যে “তিনজনের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত তিন জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।” তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে স্থানীয় ওই বাসিন্দা অধীর মণ্ডল নিজেকে তান্ত্রিক বলে নিজের পরিচয় দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ারদের কাছে।

আরও পড়ুন: অনুদান নিয়ে বলির পাঁঠা!’ মালদায় কার্নিভালে ‘না’ তৃণমূল ঘেঁষা একাধিক পুজো কমিটির

মালদায় সোনার গয়না চুরির প্রসঙ্গে অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ার জানিয়েছেন যে তাঁরা চাকরির জন্য পড়াশোনা করছিলেন। সেই কথা তান্ত্রিকের পরিচয় দেওয়া ওই ব্যক্তি অধীর মণ্ডলকে বললে সিভিক ভলান্টিয়ারদের বলেছিলেন, তাঁর কথা শুনলে পরীক্ষায় সফল হয়ে যাবেন সিভিক ভলান্টিয়ারেরা। তাই সেই কথা শুনে প্রতিমার সামনে থেকে সিঁদুর এবং ফুল নিয়েছিলেন সিভিক ভলান্টিয়ারেরা। আর তাতেই চুরির অভিযোগ উঠেছিল। এদিকে তান্ত্রিকের পরিচয় দেওয়া ওই ব্যক্তির বয়ানে কিছু ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়েছে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া অষ্টমীর রাতে আরও কে কে মণ্ডপে এসেছিলেন, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join