প্রতিমা নিরঞ্জনের সময় ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়িতে! লাঠিচার্জ পুলিশের

Published:

Siliguri
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর বৃহস্পতিবার দশমী পড়ায় অনেকেই মা দুর্গার প্রতিমা বিসর্জন দেয়নি। কারণ হিন্দুশাস্ত্র মতে মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের রীতি নেই। তবে বাড়ির বেশিরভাগ পুজোয় দশমীর নির্ঘণ্ট মেনে বিসর্জন দেওয়া হয়ে থাকে, সেইমতো দিনের দিনই বেশিরভাগ বাড়ির পুজোগুলির বিসর্জন হয়ে থাকে। তাই গতকালও বেশ কয়েক জায়গায় প্রতিমা বিসর্জন হয়েছে। এমতাবস্থায় শিলিগুড়িতে (Siliguri) প্রতিমা বিসর্জন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে বাধ্য হয়ে লাঠিপেটা শুরু করে পুলিশ।

বিসর্জনের সময় ঝামেলা বাধে ঘাটে!

স্থানীয় রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ শুক্রবার রাত পর্যন্ত শিলিগুড়ি লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে শান্তিপূর্ণভাবে চলছিল প্রতিমা নিরঞ্জন পর্ব। কঠোর নিরাপত্তা মেনেই চলছিল প্রতিমা বিসর্জন। মাইক হাতে পুলিশকেও দেখা যায় তৎপরতা হতে। কিন্তু একটু রাত বাড়তেই তৈরি হয়েছিল জটলাময় পরিস্থিতি। হঠাৎ করেই স্থানীয় এক ক্লাব কমিটির সদস্যদের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। একে অপরকে ধাক্কা, মারামারি করা হয়। যার ফলে দর্শনার্থীদের মধ্যে এক অস্বস্তিকর চাপা পরিবেশ তৈরি হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। লাঠি দিয়ে রীতিমত ক্লাব সদস্যদের মারা হয়। যার ফলে খানিকক্ষণের জন্য প্রতিমা নিরঞ্জনের স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ম মেনেই বিসর্জন পর্ব চলে।

বেশ কিছু জায়গায় অশান্তি

বিসর্জন পর্ব ঘিরে এদিন বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে দেখা যায় রাজ্যজুড়ে। বিসর্জনের সময় ডিজে বাজানো নিয়েও একাধিক অভিযোগ ওঠে, সেই অভিযোগ তুলে পাশের পাড়ার ছেলেদের সঙ্গে বেশ অশান্তি বাঁধে একাধিক জায়গায়। সেখানে যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এছাড়া উত্তর ২৪ পরগনার টাকির ইছামতী নদীতে বিসর্জনের ভিড় দশমীতে সে ভাবে হয়নি। বাড়ির পুজোর বিসর্জন হয়েছে সেদিন বেশিরভাগ। তবে পরেরদিন ক্লাবের পুজোর বিসর্জন হয়েছে। ফলে ভিড় খানিকটা কমে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: DVC-র জল ছাড়া নিয়ে বড় হুঁশিয়ারি অভিষেকের!

প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ রবিবার রেড রোডে রয়েছে এবারের পুজো কার্নিভাল। তাই শনিবার বিভিন্ন জেলা প্রশাসনের উদ্যোগে বৃষ্টি মাথায় নিয়েই জেলায়-জেলায় কার্নিভালের প্রস্তুতি চলছে জোর কদমে। কারণ রবিবাসরীয় দুপুরে শহর কলকাতায় মেগা পুজো কার্নিভাল। যেখানে অংশগ্রহণ করবে শহর ও শহরতলির সেরা পুজোগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে দুর্গোৎসব বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে, তার শেষেও কলকাতাসহ রাজ্যের সব বড় শহরে সেরা পুজো দেখার অন্যতম সুযোগ এই কার্নিভাল। তাই আগামীকাল দেশ-বিদেশের অতিথিরা ভিড় জমাতে চলেছে রেড রোডের কার্নিভালে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join