সহেলি মিত্র, কলকাতাঃ স্বাস্থ্যসাথী-র পর বাংলায় চালু হল আরও এক স্বাস্থ্য কার্ড ‘সুস্বাস্থ্য কার্ড’ (Suswasthya Card)। এই কার্ডের ব্যবহার করে সাধারণ মানুষ বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে চিকিৎসা ও আরও নানান সুবিধা মিলবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে নতুন এই কার্ডকে ঘিরে সাধারণ মানুষের মুখে এক চিলতে হাসি ফুটেছে ভালো মতো। আসলে নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে ‘সুস্বাস্থ্য কার্ড’ চালু করা হয়েছে। পুলিশের লক্ষ্য, ওষুধের অভাবে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেজন্য এই বিশেষ কার্ডটি চালু করা হয়েছে।
পুজোর মুখে চালু হল ‘সুস্বাস্থ্য কার্ড’
এখানে জানিয়ে রাখি, এই সুস্বাস্থ্য কার্ডটি কিন্তু সমগ্র বাংলায় চালু হয়নি। এই কার্ডটি শুধুমাত্র চালু করা হয়েছে নদিয়া জেলায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পাশে দাঁড়াতে এই কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকার দুঃস্থ বাসিন্দারা যাতে অর্থের অভাবে নূন্যতম চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই জন্য উদ্যোগী হন কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে।
পুলিশের কাঁধে ৪৫টি পরিবারের দায়িত্ব
জেলার সকল থানাগুলিকে পরিকল্পনা বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। জানলে অবাক হবেন, এই কার্ড ইস্যু করে ৪৫টি পরিবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে কৃষ্ণনগর পুলিশ। ইতিমধ্যে বহু মানুষকে এই কার্ড দেওয়া হয়েছে। শুক্রবার নদিয়ার পলাশিপাড়া থানার অন্তর্গত রানীনগরের আদিবাসী অধ্যুষিত সর্দার পাড়ার ৪৫টি দুঃস্থ পরিবারকে চিহ্নিত করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় এই সুস্বাস্থ্য কার্ডটি।
পুলিশ সূত্রে খবর, এই সুস্বাস্থ্য কার্ডের মাধ্যমে হাসাপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন সকলে। এছাড়াও কোনও ওষুধ কেনার ক্ষেত্রে দোকান থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে, এমনকি প্রয়োজনে বিনামূল্যে সেই ওষুধের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট থানা।