প্রীতি পোদ্দার, কলকাতা: একাদশীর সকালেই হাড়হিম ঘটনা সামনে এল বারুইপুরে (Baruipur)। রাস্তার ধার থেকে উদ্ধার হল গলার নলি কাটা অবস্থায় এক যুবকের দেহ। যদিও যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তাঁর দেহের পাশেই পড়ে ছিল ঠান্ডা পানীয়ের বোতল। এ ছাড়া মদের বোতলের ভাঙা অংশ, প্লাস্টিকের গ্লাসও পড়ে ছিল সেখানে। যা নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এলাকা জুড়ে।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় একটি কাঠের সাঁকোর কাছে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার হয়। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ভিড় জমে যায় রাস্তায় রাস্তায়। শেষে স্থানীয়দের তরফ থেকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যেহেতু স্থানীয় বাসিন্দা এবং অন্য পথচলতি মানুষেরাই প্রথমে বিষয়টি দেখতে পান তাই ইতিমধ্যে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি কী ভাবে ওই যুবকের মৃত্যু হল।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
এদিকে বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতে এইরূপ হত্যা কাণ্ডের ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। কিন্তু শেষ আপডেট অনুযায়ী এখনও জানা যায়নি ওই যুবকের নাম-পরিচয়। তবে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর পরিকল্পিত খুন নাকি নিছক দুর্ঘটনা সেটা নিয়েও চলছে তদন্ত। এলাকাবাসীদের একাংশ এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে পুলিশ-প্রশাসনকে। তাঁদের নজরদারির অভাবের দিকে উঠছে আঙুল। তাঁদের অভিযোগ, সেখানে গভীর রাত পর্যন্ত মদের আসর বসে, মাঝেমধ্যেই অচেনা যুবকদের আনাগোনা লেগে থাকে। আর তাতেই এই পরিণতি।
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের মামলা হাইকোর্টে, সুযোগ চায় টেট অনুত্তীর্ণরা
উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল সাড়ে ৬টা নাগাদ অশোকনগরের যশোর রোড সংলগ্ন পাঁচ নম্বর মোড়ের পাশে ঝোপের ভেতর থেকে উদ্ধার করা হয় এক যুবতীর দেহ। ক্ষতবিক্ষত দেহ, মাথাসহ শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন স্পষ্ট। কিন্তু এখনও পর্যন্ত সেই যুবতীর পরিচয় পাওয়া যায়নি। তবে খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই যুবতীর। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।