মায়াপুরের ইসকন মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রণামী বাক্স নিয়ে পালাল চোর

Published on:

Theif Case of ISKCON Mayapur

প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক দুর্নীতির ঘটনায় যেন মুড়ে গিয়েছে কলকাতা সহ গোটা রাজ্য। চুরি, ডাকাতি যেন এখন খুবই সাধারণ বিষয় হয়ে গিয়েছে। ইদানিং রাজ্যের বেশ কয়েক জায়গায় দুঃসাহসিক চুরি ডাকাতির খবর উঠে আসছে। আর এই আবহে স্বয়ং মায়াপুরের ইসকন মন্দিরে চুরির ঘটনা (Theif Case of ISKCON Mayapur) ঘটল। মাঝরাতে চন্দ্রদয় ও রাধামাধব মন্দির থেকে দু’টি প্রণামী বাক্স চুরি গিয়েছে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

ঘটনার তদন্ত সূত্রে পুলিশের তরফে জানানো হয়েছে, গত শনিবার ঘড়ির কাঁটায় তখন রাত দেড়টা বাজে। সেই সময় একজনকে মন্দির চত্ত্বরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তাই সন্দেহের তীর তাঁর দিকেই রয়েছে। জানা গিয়েছে সেই নাকি সুযোগ বুঝে প্রণামী বাক্স দুটি মন্দির থেকে তুলে নিয়ে একটি মহিলা বাথরুমে চলে যায়। বাথরুমেই বাক্সটি ভেঙে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় ওই চোর। তবে সবটা নয়, মন্দিরে ফেলে রেখে গিয়েছিল বেশ কিছু খুচরো পয়সা।

অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে!

ইতিমধ্যেই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতে রয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত একজন নাবালক এবং তার বাড়ি হাওড়া জেলার পাঁচলা থানা এলাকায়। সে মায়াপুর ইসকনে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যোগ দিতে এসেছিল। অভিযুক্তকে চিহ্নিত করে গত রবিবার থেকে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় ইসকনের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু নবদ্বীপ থানার পুলিশ একটি স্বয়ংক্রিয় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সবচেয়ে উষ্ণতম বছর হবে ২০২৫! অত্যাধিক তাপবৃদ্ধিতে জ্বলেপুড়ে খাক হয়ে যাবে গোটা বিশ্ব

ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘‘শনিবার গভীর রাতে কীর্তন শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি, অভিযুক্ত দ্রুত ধরা পড়বে।’’ অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানিয়েছেন যে, মায়াপুরের মন্দির থেকে দুটি প্রণামী বাক্স চুরি হয়েছে। তাতে পুলিশের স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ চলছে। আশা করছি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group