প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গের মাটিতে এবার খোঁজ মিলতে চলেছে একের পর এক প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) ভান্ডারের। প্রায় ৩-৪ বছর আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরে অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছিল। সেখানে তিনটি কূপ বা কুয়ো খুঁড়ে পরীক্ষামূলক ভাবে খননের কাজ শুরু করেছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ONGC। অদিকে বারুইপুরেও আর এই আবহেই উঠে এল আর এক তথ্য। বীরভূম জেলার মহম্মদবাজারের ডেউচা-পাঁচামিতে মোট খনিজ এলাকার ৩০% এলাকা থেকে প্রাকৃতিক গ্যাস উদ্ধার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ডেউচা পাঁচামিতে প্রাকৃতিক গ্যাস!
গত বৃহস্পতিবার, বণিকসভা ICC-র এক অনুষ্ঠানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘ রাজ্য সরকার প্রথম থেকেই পরিবেশকে দূষণমুক্ত করার ক্ষেত্রে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে। যার মধ্যে অন্যতম হল পরিবেশবান্ধব শক্তির ব্যবহার। তাই এই শক্তি সম্প্রসারণের কথা রাজ্য সরকার গুরুত্ব দিয়ে ভাবছে।” আর সেই প্রসঙ্গেই উঠে এসেছে ডেউচার কয়লা ভিত্তিক প্রাকৃতিক গ্যাসের প্রসঙ্গ।
সংশ্লিষ্ট সূত্রের খবর, এইমুহুর্তে ডেউচার কয়লা ভিত্তিক এই প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক ভাবে ব্যবহারের উপযোগী কি না, টানিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেক্ষেত্রে যদি গবেষণায় সবুজ সংকেত মেলে তাহলে রাজ্যের দূষণহীন জ্বালানির ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বারুইপুরেও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ONGC!
এদিকে বারুইপুরে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিন বছর ধরে পরীক্ষামূলুক খনন কাজ শুরু করতে চলেছে ONGC। জানা গিয়েছে, বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে। রাস্তা থেকে প্রায় ১ কিলোমিটার ভিতরে মাঠে এর কাজ হচ্ছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। বদলে কৃষকরা ২ লক্ষ টাকা করে তাঁদের জমির বদলে পেতে চলেছেন। এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং কর্মসংস্থানের পথও খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ১ জুন থেকে দিঘায় নতুন নিয়ম, ঘুরতে যাওয়ার আগে জানা আবশ্যিক
অন্যদিকে পরিবেশবান্ধব শক্তি নিয়ে শিল্পমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যের ৩০টি বাঁধ এলাকায় ৩৫৬৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে। এছাড়াও ১৯ হাজার মেগাওয়াট সৌর শক্তি, ২৩ হাজার মেগাওয়াট বায়ু শক্তি এবং প্রায় ৩০০০ মেগাওয়াট জৈব শক্তি উৎপাদনের পরিমাণ বাড়ানো হচ্ছে, আশা করা যাচ্ছে এই সব পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলায় বিদ্যুতের চাহিদা অনেকটাই পূরণ করা যাবে। যা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক মাইল ফলক ছোঁবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |