নবান্নর হুঁশিয়ারিকে নো পাত্তা, আলু সরবরাহ বন্ধ করলেন ব্যবসায়ীরা! অনেকটাই বাড়ল দাম

Published on:

potato price

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় গেছে ততই দেশে যেন মূল্যবৃদ্ধির মাত্রা হুঁ হু করে বেড়েই চলেছে। এদিকে এই মূল্যবৃদ্ধির বাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। কী খাবেন কী পড়বেন সেই নিয়ে চিন্তার শেষ নেই সাধারণ মানুষের। খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে কমার বদলে বেড়েই চলেছে। আর যা সকলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাছ, মাংস থেকে শুরু করে শাকসবজি সবকিছুরই দাম কার্যত উর্ধ্বমুখী। ফলে মানুষ কী খাবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। এসবের মাঝেই নতুন করে সকলের চিন্তা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সেটা হল আলুর দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে আলু ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন তুঙ্গে রয়েছে।

আলু নিয়ে তুঙ্গে তরজা

WhatsApp Community Join Now

বাঙালি রান্না হোক কিংবা অন্য কোনও রান্না, আলু ছাড়া অসম্পূর্ণ। কিন্তু সেই আলুরই যদি দাম ঊর্ধ্বমুখী হয়ে যায় তাহলে সমস্যা শেষ থাকে না। বিগত এক সপ্তাহ ধরে আলু নিয়ে জটিলতা চলছে। রাজ্যের হিসেবে কলকাতায় খোলা বাজারে আলুর দাম ৩০ থেকে ৩১ টাকা কেজি হওয়া উচিত কিন্তু তা ৩৫ এর নিচে না নামায় উষ্ণ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অভিযোগ ওঠে বাড়তি মুনাফার লোভে বাংলাদেশ আলু পাঠানো হয়েছে। তার ফলেই আলুর জোগানে টান পড়ছে।

দুর্গাপুজোর আগে ভিন রাজ্যের আলু পাঠানোর যে অনুমতি দেওয়া হয়েছিল তাও বন্ধ করে দেওয়া হয়। এসবের মাঝেই এবার চরম পদক্ষেপ নিলেন ব্যবসায়ীরা। বাজারে আলু সরবরাহই বন্ধ করে দিলেন ব্যবসায়ীরা। শুধু এখানেই শেষ নয়, রাতারাতি কিলো প্রতি আলুর দাম বাড়ল ২ টাকা অবধি।

রাতারাতি দাম বাড়ল আলুর

এদিকে ব্যবসায়ীদের তরফে রাতারাতি আলুর দাম বাড়িয়ে দেওয়ার জেরে মাথায় হাত পরেছে সাধারণ আমজনতার। সরকারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলেই জানা যাচ্ছে। ফলে আজ মঙ্গলবার থেকেই হিমঘরের কোন আলুই বাজারে পৌঁছাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের তরফে। আলু সরবরাহ নিয়ে জটিলতা কাটাতে সোমবার খাদ্য ভবনে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না।

এদিকে রাজ্যের আলু যাতে বাইরে না যায় সে ব্যাপারে এখন অবধি অনড় সরকার। কিন্তু আলু ব্যবসায়ীরা রাজ্যের সে সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারেননি। তারা ইতিমধ্যেই ধর্মঘটে চলে গিয়েছেন। ধর্মঘট যদি চলতেই থাকে তবে আলুর দাম আরো বাড়ার আশঙ্কা করছেন সকলে। যদিও ধর্মঘট চললে রাজ্যের তরফে কড়া পদক্ষেপ নেবে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশা দিয়েছেন প্রয়োজন পড়লে হিমঘরের উদ্বৃত্ত আলু রাজ্যে পুরো কিনে নেবে। ফলে আগামী দিনে আলু নিয়ে রাজ্য সরকার ও ব্যবসায়ীরা কী সিদ্ধান্ত নেবে সেদিকে নজর থাকবে সাধারণ মানুষের।

সঙ্গে থাকুন ➥
X