প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় বলে বাঙালির কাছে রান্না যেমন তেমন হলেও আলু রান্নায় থাকা চাই ই চাই। আর এদিকে সেই আলুর স্বাদেই নাকি কোপ পড়তে চলেছে বাংলায়। জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় আলুর ট্রাক আটকে রেখে পুলিশ চালককে বিনা দোষে কেস দিয়ে চালান করে দিচ্ছে। তাই এবার সেই প্রতিবাদে ধর্মঘটে নামতে চলেছে আলু ব্যবসায়ীরা। মাথায় হাত পড়ল প্রশাসন থেকে শুরু করে ক্রেতাদের।
সম্প্রতি রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে রীতিমত ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে আগের মাসের ২৩ তারিখ কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এরপর দীর্ঘক্ষণ আলোচনার পর সেই বৈঠকে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। কিন্তু বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যবসায়ীরা প্রায় ৪০ টাকার দোরগোড়ায় রেখে দিয়েছে আলুর দাম।
চলতি সপ্তাহে দ্বিতীয়বার আলু ব্যবসায়ীদের বৈঠক
ব্যবসায়ীদের তরফে অভিযোগ উঠছে যে, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই এছাড়াও বেআইনি ভাবে ফাইনও আদায় করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ হিমঘর থেকে বেরলেও আলু রফতানি করা যাচ্ছে না। তাই আলু পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুইদিক থেকেই লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। যার ফলে গতকাল ফের বৈঠকের আয়োজন করা হয়। চলতি সপ্তাহে দুবার বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন।
ফের ধর্মঘটের ডাক ব্যবসায়ীদের
অবশেষে গতকাল বৈঠক শেষে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত, আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে সারা রাজ্যে বন্ধ থাকবে আলু সরবরাহ। গত আগস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সঙ্কট দেখা দিয়েছিল বেশ। দামও বেড়েছিল আকাশছোঁয়া। এবারও যদি আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেন সেক্ষেত্রে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর সঙ্কট দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই দাম বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।