প্রীতি পোদ্দার, কলকাতা: সময়টা ছিল ২০১৪। সেই সময় প্রাথমিকের টেট পরীক্ষায় (Primary TeT) অংশগ্রহণ করেছিল প্রায় ২০ লক্ষ চাকরিপ্রার্থী। কিন্তু এদিকে এই পরীক্ষায় কৃতিদের নাম ঘোষণা করা হলেও কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি। চাকরিপ্রার্থীদের অভিযোগ, পর্ষদের পক্ষ থেকে কোনও সার্টিফিকেট দেওয়া হয়নি। এমনকি কে, কত নম্বর পেয়েছেন তাও জানানো হয়নি। এবার সেই বিষয়ে ফের সরব হলেন চাকরি প্রার্থীরা।
চাকরি নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি শিক্ষকদের মধ্যে!
জানা গিয়েছে এদিন প্রায় ৩০৬ জন শিক্ষক আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের বক্তব্য, চাকরি দেওয়ার সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণ বলে জানিয়েছিল। কিন্তু তাদেরকে কোনও সার্টিফিকেট দেওয়া হয়নি। এদিকে প্রাথমিক দুর্নীতির মামলার অনেক শিক্ষকদের CBI জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। কিন্তু সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট সার্টিফিকেট না দেওয়ার কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। তাই এ বার শীঘ্রই ওই সার্টিফিকেটগুলি দেওয়া হোক। কারণ যতদিন না এই সার্টিফিকেট পাওয়া যাচ্ছে ততদিন চাকরি নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হতেই আসছে।
মামলা দায়ের হাইকোর্টে
শিক্ষকদের দাবি, এই বিষয়টি নিয়ে পর্ষদ এবং শিক্ষা দফতরে আজ নয় এর আগেও একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তারা এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। এমনকি পর্ষদ, শিক্ষকদের দাবি মেনে না নেওয়ায় তারা মামলা দায়ের করেছেন। জানানো হয়েছিল পুজোর ছুটির পরে আদালত খুললে মামলাটি শুনবেন বিচারপতি অমৃতা সিংহ।
আরও পড়ুনঃ DA-র পর এবার হেলথ স্কিম নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক, শিক্ষিকারা! আরও চাপে রাজ্য সরকার
২০১৯ সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সময় তদন্ত চলাকালীন টেট সার্টিফিকেট চেয়ে অনেক চাকরিপ্রার্থী হাই কোর্টে মামলা দায়ের করেন। তখন তৎকালীন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন পর্ষদকে। সেই সময় তাঁরা চাকরি না পেয়ে সার্টিফিকেট চান।