দমদমের বদলে দক্ষিণেশ্বর অবধি মেট্রো চালানোয় নয়া বিপত্তি, বিরাট সমস্যায় যাত্রী থেকে কর্তৃপক্ষ

Published on:

dakshineswar metro station

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় একের পর এক পরিবর্তন এসেই চলেছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। কিন্তু এবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারপরে সমস্যার শেষ নেই নিত্য যাত্রীদের। হ্যাঁ ঠিকই শুনেছেন। সম্প্রতি কলকাতা মেট্রো রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ২৩ ডিসেম্বর সোমবার থেকে পরীক্ষামূলকভাবে দমদমের পরিবর্তে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) পরিষেবা চালু করা হবে। এই পরিষেবা শুরুও হয়েছে। যদিও এই নিয়ে এখন সকলের সমস্যা শুরু হয়েছে বলে খবর। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ব্লু লাইন নিয়ে শুরু সমস্যা

নতুন ব্যবস্থার অধীনে, আগে দমদমে যে পরিষেবাগুলি শুরু বা শেষ হত সেগুলি এখন দক্ষিণেশ্বরে শুরু বা শেষ হচ্ছে কয়েকদিন। যদিও দক্ষিণেশ্বর থেকে এই মেট্রো চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খোদ মেট্রো রেল কর্তৃপক্ষকে। মেট্রো চালানোর জন্য প্রয়োজনীয় ক্রসিং নেই সেখানে। ফলে দমদম বা কবি সুভাষের তুলনায় দক্ষিণেশ্বরে ট্রেন ঘোরাতে বেশি সময় লাগছে। এতে ট্রেনের যাত্রা সম্পূর্ণ করতেও সময় বেশি লাগছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এদিকে সময় বেশি লাগায় নিত্য অফিস যাত্রীদেরও দেরি হয়ে যাচ্ছে। জানলে অবাক হবেন, আগে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যেতে মেট্রোর গড়ে ৫২ থেকে ৫৩ মিনিট লাগে। কিন্তু দক্ষিণেশ্বরে ট্রেন ঘোরানোর ফলে সেই সময়ই এখন বেড়ে প্রায় এক ঘণ্টা হয়ে যাচ্ছে। ফলে সমস্যা হচ্ছে সকলের। এদিকে মেট্রো রেলের কর্মী থেকে শুরু করে চালকরা বিশ্রামের সময় পাচ্ছেন না। স্টেশন লাগোয়া একটি ঘরে চালকদের সাময়িক বিশ্রামের সুবিধা ছিল। কিন্তু নোয়াপাড়া স্টেশনের ‘ক্রু লবি’ মূল স্টেশন থেকে বেশ খানিকটা দূরে। সেখানে প্ল্যাটফর্মে চালকদেরজন্য পৃথক ঘরের ব্যবস্থা করা যায়নি বলে অভিযোগ। ফলে, তাঁদের বিশ্রাম নিতে বাইরের ভবনে যেতে হচ্ছে। এই যাতায়াতে কিছুটা অতিরিক্ত সময় খরচ হচ্ছে

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কমেছে মেট্রো সংখ্যাও

আগে দিনে মোট ২৮৮টি ট্রেন চললেও নতুন ব্যবস্থায় সর্বাধিক ২৪৮টি ট্রেন চলছে। সারা দিন ধরে ৭ মিনিটের ব্যবধানে পরিষেবা চলবে। তবে সন্ধ্যায় কবি সুভাষ থেকে ছেড়ে আসা কয়েকটি ট্রেন দমদমে থামবে। নতুন সময়সূচি অনুযায়ী, সোম থেকে শনিবার পর্যন্ত কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে প্রথম ট্রেনগুলি। সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষের নতুন প্রথম সার্ভিস শুরু হবে। টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম পরিষেবা যথারীতি চলবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group