পার্থ সারথি মান্না, কলকাতাঃ শহর কলকাতায় যারা নিত্য যাতায়াত করেন তারা জানেন মেট্রো (Kolkata Metro) কতটা গুরুত্বপূর্ণ। অফিস টাইম হোক বা অন্য সময় রাস্তার জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে হলে মেট্রো ছাড়া গতি নেই। তাই কোনো কারণে মেট্রো দেরিতে চললে বা বন্ধ থাকলে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। সামনেই বইমেলা, আর তার মধ্যেই নাকি চার দিনের জন্য বন্ধ হতে পারে মেট্রো পরিষেবা। খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন যাত্রীরা! কবে কবে বন্ধ থাকবে মেট্রো পরিযেবা? জানতে আজেকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
বইমেলার মাঝেই ৪ দিন বন্ধ মেট্রো পরিষেবা
বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা দুটি অংশে চালু রয়েছে। একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আর অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক। তবে এবার জানা যাচ্ছে পর পর ৪ দিন এই রুটে মেট্রো চলাচল বন্ধ রাখার প্রস্তব দেওয়া হয়েছে। ২৯শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হতে পারে পরিষেবা। নিচে বিস্তারিত সময়সূচি দেওয়া রইল।
ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধের সময়সূচি
কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের প্রস্তাব অনুযায়ী, ২৯শে জানুয়ারি বুধবার রাত্রি ১১ টা থেকে আগামী ৩রা ফেব্রুয়ারি সোমবার ভোর ৫ টা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট করিডোরে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এতে অফিস টাইমে মুশকিলে পড়তে হবে নিত্যযাত্রীদের।
কেন বন্ধ থাকবে মেট্রো?
এই খবর প্রকাশ্যে আসার পরেই আমজনতার মনে প্রশ্ন উঁকি দিয়েছে কেন টানা ৪ দিনের জন্য মেট্রো পরিষেবা বন্ধ করা হবে? এর উত্তরে জানা যাচ্ছে এই সময়ে ‘ডায়নামিক রেক টেস্টিং’ করা হবে। করিডোরের মধ্যে দিয়ে বিভিন্ন গতিতে মেট্রো রেক চালিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। এতে করে স্ক্রিনডোর, সিগন্যাল সমস্তটা ঠিক মত কাজ করছে কি না যাচাই করা হবে। তবে এই আর্জিতে এখনও সিলমোহর দেওয়া হয়নি। কারণ বইমেলার জেরে মেট্রোর উপর বাড়তি চাপ পড়ে সেখানে যদি সার্ভিস বন্ধ রাখা হয় তাহলে যাত্রীরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হবেন।
আরও পড়ুনঃ পুণ্যার্থীদের ফেলা বর্জ্য দিয়ে তৈরি হবে রাস্তা, গঙ্গাসাগর মেলায় অভিনব উদ্যোগ
প্রসঙ্গত, বর্তমানে প্রতিদিন প্রায় ৫৫,০০০ মানুষ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে ইস্ট-ওয়েস্ট মেট্রো ব্যবহার করেন। এদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটেও যাত্র সংখ্যা প্রায় ৪০,০০০। তাই বইমেলা চলাকালীন যে যাত্রী বাড়বে সেটা অবধারিত। এখন মেট্রো কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেই সেটাই দেখার।