দিঘায় জগন্নাথ মন্দিরের পাশেই ২ একরেরও বেশি জমিতে মসজিদ, জায়গা দেবে রাজ্য সরকার?

Published on:

proposal for new masjid in digha

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বাংলার সমুদ্র নগরী দিঘাতেও (Digha) তৈরী হচ্ছে মন্দির। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কাজ কতদূর এগিয়েছে সেটা দেখার জন্য পরিদর্শনে গিয়েছিলেন। তবে এরই মাঝে মিলল বড় আপডেট। দিঘাতে মন্দিরের পর এবার মসজিদ তৈররি প্রস্তাব দেওয়া হয়েছে। কোথায় তৈরী হবে মসজিদ? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দিঘায় মসজিদ তৈরির প্রস্তাব

যেমনটা জানা যাচ্ছে, জগন্নাথ মন্দিরের কাছেই চড়ুইভাতি কমপ্লেক্সের কাছে জায়গা রয়েছে। সেখানেই সমুদ্রের কাছে মসজিদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১২ সাল থেকেই নাকি দিঘাতে মসজিদ তৈরির জন্য চেষ্টা চলছে, এবার আশা করা হচ্ছে সেটা বাস্তবায়িত হবে।

এই প্রসঙ্গে মসজিদ নির্মাণে উদ্যোগী এক স্থানীয় ট্রাস্টের তরফ থেকে আব্দুল সামাদ জানান, দিঘাতে মসজিদ তৈরির কথা হলেও কাজ এগোয়নি। এদিকে সংখ্যালঘু সংগঠনের জেলা স্তরের নেতা নজরুল ইসলাম জানান, গত ২০১২ থেকেই মসজিদ তৈরির জন্য বিভিন্ন দফতরে লিখিত আবেদন জানানো হয়েছে। এবার সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল লোকেরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মন্দিরের জন্য জমি দেবে সরকার?

সূত্র মতে, মুখ্যমন্ত্রীর আগের দিঘা সফরে মসজিদ তৈরির প্রস্তাব সম্পকে জানানো হয়েছিল। সেই সময় দিঘা-শঙ্করপুর উনন্নয়ন পর্ষদের তরফ থেকে ২ একর ১১ ডেসিমেল জমি দেওয়ার কথা হয়েছিলবলে দাবি ট্রাস্টের। তবে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বলেন অন্য কথা। পূর্ণেন্দু মাঝির মতে, ‘মসজিদের জন্য জমি দেওয়ার বিষয়টা একেবারেই অজানা।’ তবে এই বিষয়ে সবটা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নগত এক্সিকিউটিভ অফিসার অপূর্ব কুমার বিশ্বাস।

প্রসঙ্গত, সরকারের তরফ থেকে সরকারের ধর্মস্থান তৈরী করা নিয়ে প্রশ্ন আগেই উঠেছে জগন্নাথ মন্দিরের নির্মাণ নিয়ে। তবে প্রশাসনের যুক্তি শুধুআমিত্ৰ মন্দির নয় বরং দিঘাতে জগন্নাথ ধাম ও সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরী করা হচ্ছে। তবে মন্দিরের কাজ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই নাকি রাম মন্দির, গির্জা তৈরির জন্যও লিখিত আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group