প্রীতি পোদ্দার, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ওয়েবকুপা-র অনুষ্ঠানকে ঘিরে ধুন্ধুমারের পরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক বিতর্ক। দিনভর মিছিল, বিক্ষোভ, অবরোধে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বামপন্থী ছাত্ররা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর চালানো হয় এমনকি গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, চাকার হাওয়াও খুলে দেওয়া হয় বলে অভিযোগ (Jadavpur University Incident) । কোনও রকমে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা করাতে যান ব্রাত্য বসু। জানা গিয়েছে, শিক্ষামন্ত্রীর কোমরে ও হাতে চোট লাগে।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৭ টি মামলা
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির নীচে পড়ে গুরুতর আহত হন এক ছাত্র। ইন্দ্রানুজ রায় নামের ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, সিটি স্ক্যানের রিপোর্টে পড়ুয়ার বাঁ চোখ ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ধরা পড়েছে। এছাড়াও আরও কয়েকজন ছাত্র আহত হয়েছেন। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা রুজু হয় পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা রুজু পুলিশের। এমনকি পড়ুয়াদের নামে চুরি, ছিনতাই, শ্লীলতাহানি, মারধর,আঘাতের জেরে গুরুতর জখম করার মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। আর এবার এই ঘটনায় জল গড়াল হাইকোর্টে।
মামলা গড়াল হাইকোর্টে!
পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা ও এডিজি আইবি ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত অফিসার জাভেদ শামিম সাংবাদিক সম্মেলনে জানান যে, যাদবপুরের ঘটনায় মোট সাতটি মামলা রুজু করা হয়েছে। দু’টি মামলা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ রুজু করেছে। চুপ থাকেনি বিক্ষোভকারীরা। তাঁরাও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। শামিম আহমেদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সাতটি FIR দায়ের হয়েছে। তার মধ্যে দু’টি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। কিন্তু ছাত্রদের অভিযোগ, তাঁদের অভিযোগ নেওয়া হয়নি। সম্পূর্ণ শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ। হাইকোর্টের প্রধান বিচারপতি মামলাকারীর আবেদন শুনে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নই। তিনি প্রশাসকের কাছে যাওয়ার কথাও জানান। তবে সব শুনে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন।
ক্ষোভ প্রকাশ ফিরহাদ হাকিমের
জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিকে যাদবপুরে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন শাসকদলের মন্ত্রীরাও। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনার দায় সিপিএম এবং বাম-অতি বামের উপরেই চাপিয়েছেন। পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনায় উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলেচেন। তিনি বলেছেন, “গুন্ডাবাজি! যোগীর রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত! রাস্তায় ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবে আমার সঙ্গে কথা বলুন, এটা গণতান্ত্রিক উপায়?”
আরও পড়ুনঃ DA বাদ দিয়ে এবার নয়া দাবি! ফের আন্দোলনকারীদের নিশানায় রাজ্য সরকার
রাজ্য রাজনীতি, বিনোদন এবং খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |