সৌভিক মুখার্জী, কলকাতা: মঙ্গলবার মধ্যরাত থেকেই রণমূর্তি ধারণ করেছে প্রকৃতি। পুজোর মধ্যেই মেঘফাটা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি শহরতলিতে। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও বুক সমান। অফিসগামী যাত্রীদের তো ভোগান্তি তুঙ্গে। আর ঠিক এই পরিস্থিতিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করলেন। তিনি জানিয়ে দিলেন, রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই পূজার ছুটি (Puja Holidays) দেওয়া হবে।
ছুটির সিদ্ধান্ত আগেভাগেই
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি স্কুলের পাশাপাশি আইসিএসআই ও সিবিএসই বোর্ডের স্কুলগুলোতে অন্তত দু’দিন করে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ দেওয়া হয়েছে, আগামী দুই দিন যাতে অনলাইনে ক্লাস চালানো যায়, তার ব্যবস্থা করতে। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি স্কুলে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ছুটি থাকবে।
বৃষ্টির জেরে গোটা কলকাতা শহরে জল জমে গিয়েছে। বাস টার্মিনাস থেকে শুরু করে রেল লাইন, সবই জলের তলায়। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে সাত থেকে আটজন। মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন, জোয়ারের জলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই তিনি শহরবাসীকে পুজোর আগে সতর্ক থাকারই পরামর্শ দিয়েছেন।
তিনি বলেছেন, খুব দরকার না পড়লে আজ যেন কেউ বাড়ি থেকে বাইরে না বের হয়। সরকারি কর্মচারীরা অফিসে না আসলেও আজ কোনও সমস্যা নেই। প্রাইভেট কোম্পানিগুলোকে অনুরোধ করব, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েই আজকের বিষয়টি বিবেচনা করতে। প্রাইভেট সেক্টরের কর্মীরাও মানুষ। তাঁদের জীবন বাজি রেখে কাজে যেতে হবে? আজকের দিনটা ছুটি দেওয়াই উচিত।