ডালিয়ান অতীত, এবার কলকাতা মেট্রোর জন্য আসছে আরও অত্যাধুনিক Zhuzhou রেক

Published:

Zhuzhou rake kolkata metro
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতাবাসীর জন্য বিরাট সুখবর! শহরের মেট্রো পরিষেবায় (Kolkata Metro) যুক্ত হচ্ছে এবার আধুনিক প্রযুক্তি। হ্যাঁ, এবারের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ড্রাগনের দেশ থেকে আগত দুটি অত্যাধুনিক মেট্রো রেক দিয়ে! মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পার্পল এবং অরেঞ্জ লাইনে এই নয়া রেক দুটি চলবে।

Zhuzhou থেকে কলকাতায় আনা হচ্ছে রেক

CNR Dalian-র পর এবার চিনের সংস্থা Zhuzhou লোকোমোটিভ কোম্পানির থেকে কলকাতায় দুটি রেক আসছে। তবে হ্যাঁ, এবারের বিষয়টা একটু ভিন্ন। কারণ এই রেকগুলির আসল সিস্টেম চিনে তৈরি হলেও অ্যাসেম্বলি হয়েছে ভারতের চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF)। 

কী রয়েছে এই নতুন রেকে?

খোঁজ নিয়ে জানা গেল, নতুন যে রেকগুলি আনা হচ্ছে, তাতে থাকবে ত্রিফেজ VVVF দ্বারা নিয়ন্ত্রিত প্রপালশন সিস্টেম, যা বিদ্যুৎ সাশ্রয়ে বিরাট ভূমিকা রাখে। এমনকি এই প্রযুক্তিতে ব্রেক করার সময় যে শক্তি তৈরি হয়, তা সঞ্চয় করে ফের ট্রেন চালানো যায়। ফলে দীর্ঘমেয়াদে অনেকটাই বিদ্যুৎ খরচ কম হবে।

যদিও মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, এখনই এই রেকদুটি পরিষেবায় নামছে না। প্রথমে এগুলির প্রোটোটাইপ হিসেবে বিভিন্ন নিরাপত্তামূলক পরীক্ষা করা হবে। আর এই ধাপগুলো অতিক্রম করার পরই পার্পল এবং অরেঞ্জ লাইনে রেকদুটিকে চালানো হবে।

রেকের অভাবে ধুঁকছে পার্পল এবং অরেঞ্জ লাইন

বলে রাখি, বর্তমানে পার্পল লাইনে মাত্র দুটি এবং অরেঞ্জ লাইনে মাত্র তিনটি রেক রয়েছে। এমনকি সেগুলোও পুরনো মেধা রেক, যা আপগ্রেড করে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে একটি রেক সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে পড়ে যাওয়ার ফলে 2 এবং 3 জুন পরিষেবা ব্যাহত হয়। ফলে এর জায়গায় নতুন রেকের আগমন মেট্রো কর্তৃপক্ষের কাছে খুশির হাওয়া নিয়ে এসেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ Starlink-কে চ্যালেঞ্জ VI-র! ভোডাফোনের এক চালে চাপে পড়বে Jio, Airtel-ও

তবে সবথেকে বড় ব্যাপার, এই দুটি রেকেই থেমে যাচ্ছে না কলকাতা মেট্রো। বরং, আগামী বছরেও Zhuzhou থেকে আরও ছটি রেক আনা হবে বলে খবর। মূলত পার্পল এবং অরেঞ্জ লাইনকে আরও গতিশীল এবং নির্ভরযোগ্য করে তুলতেই এই বিরাট উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বর্তমানে কলকাতা মেট্রো চারটি প্রধান লাইনে পরিষেবা দিচ্ছে। তা হল- ব্লু লাইন, গ্রীন লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন। যদিও বর্তমানে পার্পল ও অরেঞ্জ লাইনের সম্পূর্ণ পরিষেবা দিতে না পারার সবথেকে বড় কারণ রেকের অভাব। আর সেই ঘাটতি মেটানোর জন্যই চিন থেকে এই রেকগুলির আগমন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join