পার্থ সারথি মান্না, কলকাতাঃ যাত্রীদের আরও ভালো পরিষেবা দেওয়া ও যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার স্বার্থে কাজ করে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। নতুন স্টেশন থেকে লাইন চালুর কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। তবে এরই মাঝে পার্পল লাইন নিয়ে বড়সড় সুখবর দিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
পার্পেল লাইন মেট্রো নিয়ে বড় আপডেট
জোকা থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো কবে পুরো দমে চালু হবে? এই প্রশ্ন রয়েছে অনেকেরই। এবার সেই প্রজেক্ট শেষ হওয়ার সম্ভাব্য তারিখ জানানো হল। সামনের ডিসেম্বর থেকেই মেট্রোর সুড়ঙ্গ তৈরির জন্য দৈত্যাকার টানেল বোরিং মেশিন বা TBM গুলি কলকাতায় পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। জার্মান কোম্পানির তৈরি এই টিবিএম ইতিমধ্যেই ভারতে চলে এসেছে, ও চেন্নাইয়ে অ্যাসেম্বল করার কাজ চলছে।
যন্ত্রপাতি চলে এলেই সুড়ঙ্গ তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করা হবে। প্রায় ১৪ কিমির এই মেট্রো লাইন নির্মাণের কাজ আগামী ২০২৮ সালের শেষে কিংবা ২০২৯ সালের শুরুতেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
শুরু হচ্ছে সুড়ঙ্গ তৈরির কাজ
গত শুক্রবার কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আগামী মার্চ ২০২৫ সালের মধ্যেই সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালু করে দেওয়া হবে। তবে মেট্রোর কাজ এগোনোর আগে আরও দুটি কাজ হবে। যার মধ্যে একটি হল এসপ্ল্যানেড বাজার স্থানান্তর করা হবে ও L20 বাসস্ট্যান্ডও অন্যত্র সরানো হবে।
এসপ্ল্যানেড মার্কেট স্থানান্তরণ
মেট্রোর কাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রক দফতরের থেকে সুখবর মিলেছে। এসপ্ল্যানেড চত্বরে যে বি সি রায় মার্কেট রয়েছে, সেটিকে অন্যত্র স্থানান্তর করার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানেই তৈরী হবে নতুন মেট্রো স্টেশন। বদলে মাউন্টেড পুলিশ মাঠে ১৯ কোটি টাকা খরচে একটি অস্থায়ী একতলা ভবন তৈরী করে সেখানে সরানো হবে মার্কেটের ৫০০ এরও অধিক ব্যবসায়ীদের।
সরছে L20 বাস স্ট্যান্ড
শুধুমাত্র মার্কেটের জায়গাবদল হয়, মেট্রোর কাজের জন্য L20 বাসস্থানটিকেও স্থানান্তরণের জন্য আলোচনা শুরু হয়েছে। খুব সম্ভবত কার্জন পার্কে সরানো হতে পারে বাস স্ট্যান্ডটিকে। এই স্ট্যান্ডে ২৯০০ বর্গফুট জুড়ে এসপ্ল্যানেড-বারাকপুর রুটের বাস পার্কিং করা হয়। সেটিকে সরানো হবে। কারণ মোমিনপুর-এস্প্লানেড রুটের মেট্রোর কাজ চালু হয়েছে।