শিয়ালদা, হাওড়া ডিভিশনের যাত্রীদের মান্থলি টিকিট নিয়ে সুখবর শোনাল পূর্ব রেল

Published:

eastern railway monthly
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর মানেই একের পর এক চমক। ২০২৫ সালের শুরুতেও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার বিশেষ চমক রয়েছে নিত্য রেল যাত্রীদের জন্য। বিশেষ করে আপনিও যদি শিয়ালদা, হাওড়া ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য। এবার পূর্ব রেলের তরফে লোকাল ট্রেন সংক্রান্ত এক নয়া নিয়ম আনা হয়েছে। এই নয়া নিয়মের জন্য উপকৃত হবেন যাত্রীরাও। রোজ রোজ টিকিট কাটার ঝামেলা থেকে এবার মুক্তি পেয়ে যাবেন সকলে। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির উপর।

বড় সিদ্ধান্ত পূর্ব রেলের

এমনিতে যারা রোজকার ট্রেনে যাতায়াত করেন তাঁরা নিশ্চয়ই মান্থলি শব্দটার সঙ্গে পরিচিত। ট্রেনের ক্ষেত্রে মান্থলি হল সারা মাসের জন্য একটা মোটা টাকা দিয়ে টিকিট কেটে রাখা। রোজ রোজ টিকিট কাটার ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যায়। কাউন্টারে টাকা দিয়ে এই মান্থলি করা যায়। তবে এবার এই মান্থলি টিকিটের নিয়মেই এক দারুণ পরিবর্তন ঘটালো রেল।

এবার থেকে পূর্ব রেলের অন্যতম দুটি ব্যস্ততম ডিভিশনে হাওড়া এবং শিয়ালদায় থাকবে বিশেষ ব্যবস্থা। কিউআর কোড এবং ইউটিআইয়ের মাধ্যে ট্রেনের মান্থলি টিকিট কাটা যাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

কী বলছে পূর্ব রেল?

এই নতুন পরিষেবা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন। তিনি জানান, এই সিস্টেমে এখন টিকিট কাটা গেলেও মান্থলি ইস্যু হত না। তবে আর চিন্তা নেই, কারণ নতুন বছরে এই পরিষেবা শুরু হতে চলেছে। ধাপে ধাপে বিভিন্ন স্টেশনে এই পরিষেবা শুরু হবে নলে খবর। প্রথমে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল তারপর ধীরে ধীরে বর্ধমান, তারকেশ্বর, শেওড়াফুলি স্টেশনে চালু হবে।

শিয়ালদা ডিভিশনে কবে চালু হবে? এই বিষয়ে শিয়ালদহের সিনিয়র ডিসিএম পবনকুমার জানান, নতুন বছরের মধ্যেই প্রতিটা স্টেশনে এই পরিষেবা চালু হবে। এর জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join