‘যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, তাঁরা ভাবুন!’ এবার মুখ্যমন্ত্রীকে নিশানা তিলোত্তমার বাবা-মায়ের

Published:

Follow

কলকাতাঃ আরজি করের বীভৎস ঘটনায় কেঁপে উঠেছে গোটা বাংলা সহ গোটা ভারত। দিকে দিকে চলছে প্রতিবাদ। এক হয়েছে ঘটি বাঙাল, মানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডার্বি বাতিল হলেও নির্ধারিত সময়ে তাঁরা আরজি করের ঘটনার প্রতিবাদে যুবভারতী ক্রীড়াঙ্গনের আশেপাশে জমায়েত করে জাস্টিস ফর আরজি করের স্লোগান তুলতে থাকেন। যদিও, পুলিশ আগে থেকেই এই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল, যার জেরে ময়দানের দুই সমর্থকদের সাথে বেশ ধস্তাধস্তিও হয়। এমনকি লাঠি চার্জেরও খবর উঠে আসছে। আর এরই মধ্যে মুখ খুললেন তিলোত্তমার বাবা।

তবে শুধু মুখ খোলাই নয়, এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন তিনি। রাজ্যে মুখ্যমন্ত্রীকে আক্রমণও করলেন নির্যাতিতার বাবা ও মা। তিলোত্তমার বাবা বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে আন্দোলন করছেন, বলেছেন বিচার চাই! ওদিকে আবার তিনিই সাধারণ মানুষের আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন। উনি কি প্রতিবাদীদের ভয় পাচ্ছেন? এমন দ্বিচারিতা কেন?’

নির্যাতিতার বাবা বলেন, ‘যে বা যারা মুক্তকণ্ঠে এই ঘটনার প্রতিবাদ করছেন, তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।’ নির্যাতিতার মা বলেন, ‘রাজ্য ও দেশবাসীর প্রতি আমাদের একটাই বার্তা, আমরা তাঁদের সঙ্গে সবসময় আছি। যারা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী নিচ্ছেন! তাঁরা সেগুলো নেওয়ার আগে ভাববেন তাঁদের লক্ষ্মী সুরক্ষিত কি না।’

নির্যাতিতার মা বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন, আমাদের মেয়ে যেহেতু চাকরি করত, সেহেতু একটা ক্ষতিপূরণ প্রাপ্য। উনি আমাদের সেটাই দেওয়া কথা বলেছিলেন। কিন্তু আমি বলেছি ন্যায় বিচার দিন।’ নির্যাতিতার বাবা জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে অনেকেই সুবিচারের দাবিতে পাশে দাঁড়িয়েছেন। আমরাও তাঁদের পাশে রয়েছি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join