দার্জিলিং, সিকিম যাওয়া আরও সহজ! শিয়ালদা থেকে উত্তরবঙ্গের নতুন ট্রেন! দেখুন সময়সূচী

Published:

sealdah north bengal train
Follow

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে হয়ে গেল সেই ঘোষণা যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা উত্তরবঙ্গ যাবেন বলে প্ল্যান করছিলেন অথচ ট্রেনের টিকিট পাচ্ছিলেন না তাঁদের জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর। আসলে এবার উত্তরবঙ্গ যাওয়া জলভাতের সমান হয়ে যাবে। এর কারণ রেলের তরফে নতুন ট্রেনের ঘোষণা করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই নতুন ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রাতে ছাড়বে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

উত্তরবঙ্গের জন্য নতুন ট্রেনের ঘোষণা

সারাবছরই উত্তরবঙ্গগামী ট্রেনের চাহিদা তুঙ্গে থাকায় ট্রেনের টিকিট পাওয়া যায় না। তবে আর চিন্তা নেই, কারণ এবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন ট্রেন চালানোর পরিকল্পনা হচ্ছে। বর্তমান সময়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেশ কিছু ট্রেন শিয়ালদা কিংবা হাওড়া, কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক, কাঞ্চনকন্যা, সরাইঘাট, বন্দে ভারত ও আরও অনেক। তবে এবার শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে।

নিশ্চয়ই ভাবছেন এই ট্রেনের টাইমটেবিল কী হবে? জানা গিয়েছে, এই ট্রেনটি কিন্তু আবার প্রতিদিন ছাড়বে না। অর্থাৎ এটি হবে সাপ্তাহিক। এই নয়া ট্রেনটি সাপ্তাহিক হবে। শিয়ালদা থেকে রাতে ছাড়বে এই ট্রেন। দুপুর নাগাদ সেটি গিয়ে পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে শুক্রবার রাতে। ফিরতি পথে সেটি জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে শনিবার রাতে।

ট্রেনের টাইমটেবিল

কটা নাগাদ ট্রেনটি কোন স্টেশন থেকে ছাড়বে বলে ভাবছেন? তাহলে এ বিষয়ে জানিয়ে রাখি, এক রিপোর্ট অনুসারে, শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশে এই ট্রেনটি রওনা দেবে শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে। সেই ট্রেনটি শনিবার সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। আর তারপর সেটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর ১২টা ১৫ মিনিটে।

আরও পড়ুনঃ ‘ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার’, বিচারপতি ঘোষের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার

রেল বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী, রাত ৮টার সময় এই সাপ্তাহিক ট্রেনটি শিয়ালদার উদ্দেশে যাত্রা শুরু করবে। এরপর রবিবার সকাল ৮টা নাগাদ এটি শিয়ালদায় এসে পৌঁছবে। অর্থাৎ, ‘আপ’ রুটে যেতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা ৩৫ মিনিট। ফিরতি ‘ডাউন’ রুটে সেই সময় লাগবে ১২ ঘণ্টা।  যদিও ট্রেনটিতে কী কী ধরণের কোচ থাকবে বা ভাড়াই বা কত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join