বহু প্রতীক্ষিত রুট দিয়ে হাওড়া টু মালদা অবধি ছুটতে পারে নমো ভারত, জানুন ভাড়া ও সময়

Published:

Updated:

Howrah Malda Namo Bharat
Follow

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই বিস্তৃতি বাড়ছে ভারতীয় রেলের। সেইসঙ্গে নিত্য নতুন ট্রেন এনে সকলের যাত্রার আনন্দকে আরও দ্বিগুণ করে দিচ্ছে রেল। তারই এক অন্যতম নিদর্শন হল নমো ভারত। এই ট্রেনের গতি, লুক, সকলের থেকে আলাদা করে। এই ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কম সময়ের মধ্যে ভ্রমণ করা যায়। তবে এবার খুব সম্ভবত বাংলাও এই ট্রেন পেতে চলেছে। তাও কিনা হাওড়া থেকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই ট্রেনে করে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ হবে।

হাওড়া-মালদা রুটে ছুটবে নমো ভারত?

জানা যাচ্ছে, খুব সম্ভবত হাওড়া-মালদা রুটে এই নমো ভারত (Howrah Malda Namo Bharat) ট্রেন ছুটবে শীঘ্রই। যদিও এই বিষয়ে রেলের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি জারি করা হয়নি। যদিও এই দুই জায়গার মধ্যে ট্রেনটি চলে তাহলে সকলের জন্য খুবই সুবিধের বিষয় হবে। বর্তমানে মোট দুটি নমো ভারত র‍্যাপিড রেল চালু রয়েছে। আহমেদাবাদ থেকে ভূজ এবং জয়নগর থেকে পাটনা অবধি চলছে ট্রেন। যদিও ভারতীয় রেল এখন হাওড়া-মালদা টাউন রুট সহ বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এই ‘মিনি’ ভার্সেনটি চালু করতে চাইছে।

হাওড়া-মালদা রুটের নমো ভারতের স্টপেজ ও সময়

হাওড়া থেকে মালদা শহর নমো ভারত র‍্যাপিড রেল নবদ্বীপ ধাম হয়ে চলাচলের সম্ভাবনা রয়েছে। হাওড়া-মালদা শহর নমো ভারত র‍্যাপিড রেল ৬ ঘন্টারও কম সময়ে ৩৩২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আসা যাক স্টপেজের ব্যাপারে। সূত্রের খবর, হাওড়া এবং মালদা শহরের মধ্যে যাত্রার সময়, নমো ভারত র‍্যাপিড রেল ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন এবং নিউ ফারাক্কা জংশন সহ প্রধান রেলস্টেশনগুলিতে স্টপেজ দেবে।

ভাড়া

এবার জেনে নেওয়া যাক এই রুটে ভাড়া কত হতে পারে। হাওড়া-মালদা টাউন নমো ভারত র‍্যাপিড রেলে ভ্রমণের ভাড়া অসংরক্ষিত কামরার জন্য সম্ভবত ৬০০-৬৫০ টাকা হতে পারে। এছাড়া হাওড়া থেকে মালদা টাউন নমো ভারত র‍্যাপিড রেলে ১৬টি কোচ থাকবে। সব কোচই শীতাতপ নিয়ন্ত্রিত হবে। ফলে দীর্ঘ পথ অতিক্রম করতে অসুবিধা হবে না যাত্রীদের।

আরও পড়ুনঃ মে’তে ৮ম বেতন কমিশন নিয়ে গঠন হবে নয়া টিম, বেতন থেকে DA নিয়ে বড় আশা

হাওড়া থেকে মালদা টাউন নমো ভারতের সম্ভাব্য সময়সূচী

হাওড়া থেকে মালদা টাউন নমো ভারত র‍্যাপিড রেলটি হাওড়া থেকে সকাল ৮:০০ টায় ছেড়ে মালদা টাউনে দুপুর ২:০০ টায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফিরতি পথে ট্রেনটি মালদা টাউন থেকে বিকেল ৩:০০ টায় ছেড়ে হাওড়া জংশনে রাত ৯:০০ টায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join