Indiahood-nabobarsho

একসঙ্গে ঘুরে আসুন সমুদ্র-পাহাড়, দিঘা হয়ে নয়া রুটের সূচনা করল দক্ষিণপূর্ব রেল

Published on:

ser special train

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বাংলায় আরও এক নতুন রুট চালু করল দক্ষিণ পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই গরমের হাত থেকে বাঁচতে যারা দীঘা কিংবা উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাঁদের জন্য রয়েছে একদম সোনায় সোহাগা খবর। এবার গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল। এই ট্রেনটি ছুটবে মালদা টাউন ও দীঘার মধ্যে। অর্থাৎ কারোর যদি সমুদ্র যাওয়ার থাকে তাহলে সে দীঘা যেতে পারবেন, আবার কারোর যদি পাহাড় বা ডুয়ার্স যাওয়ার থাকবে সেও এই ট্রেনটি ধরতে পারবেন। এমনকি যাদের পুরুলিয়া যাওয়ারও থাকবে তাঁরাও এই স্পেশাল ট্রেনে (Special Train) ওঠার সুযোগ পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন রুট আনল দক্ষিণ পূর্ব রেল

আসলে মালদা টাউন ও দীঘার মধ্যে চলাচলের জন্য বিশেষ ট্রেন দিয়েছে রেল। রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি কাঁথি, তমলুক, পাঁশকুড়া, খড়্গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা জংশনে থামবে। তবে এখানে জানিয়ে রাখি, ট্রেন নম্বর ০৩৪৬৫ ও ০৩৪৬৬ রোজ ছাড়বে না। নির্দিষ্ট দিনে ছাড়বে।

জানা গিয়েছে, ট্রেন দুটি শনিবার ও রবিবার ছাড়বে। এমনিতে উইকএন্ডে যে কোনো মেল-এক্সপ্রেস ট্রেনের সিট পাওয়া মুশকিল হয়ে পড়ে। ফলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেও শেষমেষ সব পরিকল্পনা বাতিল করতে হয় পর্যটকদের। তবে এবার সবার কথা ভেবেই নতুন রুটে নতুন ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মালদা-দীঘা স্পেশাল ট্রেন দিল রেল

জানা গিয়েছে, ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদা থেকে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৩ মে, ১০ মে, ১৭ মে, ২৪ মে, ৩১ মে, ৭ জুন এবং ১৪ জুন ছাড়বে। অন্যদিকে ট্রেন নম্বর ০৩৪৬৬ দীঘা থেকে ছাড়বে ২০ এপ্রিল, ২৭ এপ্রিল, ৪ মে, ১১মে, ১৮ মে, ২৫ মে, ১ জুন, ৮ জুন ও ১৫ জুন ছাড়বে রবিবার করে।

আরও পড়ুনঃ ১০ বছরে সর্বনিম্ন চাহিদা ডিজেলের! কারণ ইলেকট্রিক বাহন? কমতে পারে দাম?

ট্রেনটি যাত্রাপথে থামবে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আদ্রা, বিষ্ণুপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথিতে থামবে। এই ট্রেনে একটি এসি ৩ টায়ার, ৪টি স্লিপার ক্লাস, জেনারেল ক্লাস ৭টি, SLRD কোচ থাকবে ২টি।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group