মাত্র ৫ টাকায় হরিদ্বার! রেল কর্মীর কীর্তিতে উত্তরপাড়া স্টেশনে তুমুল হৈচৈ

Published on:

uttarpara station

শ্বেতা মিত্র, কলকাতা: শান্ত উত্তরপাড়া স্টেশনে (Uttarpara Station) হঠাৎ প্রবল হই হট্টগোল। রেলকর্মীরা একজনকে খুঁজছেন হন্যে হয়ে। জনে জনে জিজ্ঞাসা করছেন, ‘আপনি কি এই মাত্র হাওড়ার টিকিট কেটেছেন?’ সময়টা শুক্রবার মধ্য দুপুর। স্টেশন তখন কিছুটা ঝিমিয়ে। অন্যান্য দিনের মতো ছিল শান্ত। আচমকা রেল কর্মীদের এই তৎপরতায় স্টেশনে উপস্থিত অন্য যাত্রীদের মধ্যেও কৌতূহলের উদ্রেকের কারণ হয়ে উঠেছিল। মাইকেও ঘোষণা শুরু হয়ে গিয়েছিল। অনেকেই ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। সত্যি তো, ব্যাপারটা কী?

শোরগোল উত্তরপাড়া স্টেশনে

জানা গিয়েছে, এক যাত্রী উত্তরপাড়া থেকে হাওড়া যাওয়ার জন্য টিকিট কিনেছিলেন। টিকিট ঘর থেকে টিকিট দেওয়াও হয়েছিল। টিকিট নিয়ে যাত্রীটি সেখান থেকে চলেও যান। একটু পরেই হাওড়া যাওয়ার গাড়ি এল স্টেশনে, যাত্রী ওঠানামার পর গাড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে চলেও গেল। সবই ঠিক। তাহলে সমস্যাটা কোথায়?

সমস্যা করেছিলেন রেলের যে কর্মী টিকিট ইস্যু করেছিলেন তিনি। যাত্রী উত্তরপাড়া থেকে হাওড়া যাওয়ার টিকিট চেয়েছিলেন। দাম ৫ টাকা। রেল ক্লার্ক ভুল করে হাওড়ার বদলে হরিদ্বারের টিকিট দিয়েছিলেন। যার দাম ৩৮৫ টাকা। উত্তরপাড়া থেকে হরিদ্বার যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই। যেতে হয় ভায়া হাওড়া হয়ে। ভুল টিকিট নিয়ে সফর করার জন্য সেই যাত্রী যেমন সমস্যায় পড়তে পারতেন, তেমনই সমস্যায় পড়তেন যে কর্মী টিকিট ইস্যু করেছিলেন তিনিও। কারণ ৫ টাকার বদলে ৩৮৫ টাকার টিকিট দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ লটারিতে কোটিপতি হওয়ার সুযোগ! মার্চের শেষ সপ্তাহে ৭ রাশির ভাগ্য বদল

বড় লস রেলকর্মীর

যাত্রীর থেকে অবশ্য ৫ টাকাই নেওয়া হয়েছিল। তাহলে রেলের খাতায় বাকি রইল ৩৮০ টাকা। এই টাকাটা তাহলে কে দেবে? যে ক্লার্ক ভুল করেছিলেন তিনি। যদিও পরে সমস্যা মিটে গিয়েছিল বলে জানা গিয়েছিল। শুধরে দেওয়া হয়েছিল যাত্রীর টিকিট। কিন্তু সমস্যাটা হল কেন? আসলে হাওড়া স্টেশনের কোড নেম হল HWH। আর হরিদ্বারের কোড নেম HW। রেলকর্মী একটা H টাইপ করেননি বলেই নাকি এই সমস্যা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥