শ্বেতা মিত্র, কলকাতাঃ পুজোর মাসে নানা ভাবে বিরাট অঙ্কের টাকার মুখ দেখল রেলের বিভিন্ন ডিভিশন। হ্যাঁ ঠিকই শুনেছেন। সবথেকে বেশি তো যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ রেলের তরফে যা আয় হয়েছে তা শুনলে হয়তো আপনারও চোখ কপালে উঠে যাবে বৈকি। এমনিতে রেলের নিয়ম না মানলে জরিমানার কথা উল্লেখ আছে। কিন্তু তারপরেও এমন বহু রেল যাত্রী রয়েছেন যারা কিনা রেলের নিয়মকে তোয়াক্কা করেন না। তবে এবারে যা হল তা যে কারোর মনে ভয় ঢুকিয়ে দিতে বাধ্য।
রেলের তরফে গত সেপ্টেম্বর, অক্টোবর মাসে জরিমানা বাবদ কত টাকা আদায় হয়েছে তার একটি তথ্য তুলে ধরা হয়েছে। আপনিও কি জানতে ইচ্ছুক যে রেলের তরফে কী এমন তথ্য তুলে ধরা হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
বিরাট জরিমানা আদায় রেলের
এমনিতে বিভিন্ন রেল স্টেশনে যারা রোজ যাতায়াত করেন তাঁরা দেখে থাকবেন, বিভিন্ন জায়গায় লেখা থাকে, যত্রতত্র থুতু ফেলিবেন না। তবে রেলের এহেন নির্দেশিকাকে অনেকেই আছেন যারা বুড়ো আঙুল দেখান। তবে এবারে আর কেউ ছাড় পায়নি। জায়গায় জায়গায় বিভিন্ন রেল স্টেশন চত্বরে থুতু ফেলতে দেখতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালিয়েছে রেল। আর তারপরেই অভিযুক্তদের হাতেনাতে ধরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রেল।
জানলে অবাক হবেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিভিন্ন স্টেশন চত্বরে নোংরা করার অভিযোগে ১২,৯০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ও জরিমানা করেছে রেল। আর তা থেকে রেল আদায় করেছে ১৭,৬৬,০০০ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন।
শিয়ালদা, হাওড়া ডিভিশন নিয়ে বড় খবর
সবথেকে বড় কথা, হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদা ডিভিশন থেকে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করেছে পূর্ব রেল। যেমন কিনা অক্টোবর মাসে হাওড়া ডিভিশন থেকে ২৭৮৬ জন, শিয়ালদা ডিভিশন থেকে ৪৬৬৬ জন, আসানসোল ডিভিশন থেকে ২৩০৪ ও মালদা ডিভিশনে ৭১৪ জনকে জরিমানা করেছে ভারতীয় রেল।