ইডেন গার্ডেন মেট্রো স্টেশনের জন্য ১ হাজার কোটি বরাদ্দ রেলের, কোথায় তৈরি হবে?

Published on:

eden gardens metro

শ্বেতা মিত্র, কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য দারুণ সুখবর। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইনকে ইডেন গার্ডেন পর্যন্ত অতিরিক্ত ১.৬ কিলোমিটার সম্প্রসারণের প্রস্তাব করেছিল আগে এই সম্প্রসারণের ফলে কেবল ক্রিকেট এবং ফুটবল প্রেমীরাই নয়, স্ট্র্যান্ড রোড, বাবুঘাট, কলকাতা হাইকোর্ট এবং বিবিডি বাগ বরাবর কর্মক্ষেত্রে প্রতিদিন যাতায়াতকারী অসংখ্য যাত্রীও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত ইডেন গার্ডেন মেট্রো স্টেশনটি শহরের বিস্তৃত দ্রুত পরিবহন নেটওয়ার্কে সুবিধাজনক প্রবেশাধিকার প্রদান করবে। যাইহোক, এবার এই বিষয়ে অনুমোদন মিলল। অর্থাৎ ইডেন গার্ডেনে তৈরী হবে মেট্রো স্টেশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইডেন গার্ডেনে তৈরী হবে মেট্রো স্টেশন

রেলপথ মন্ত্রক মেট্রো রেলওয়ের পার্পল লাইনের জন্য আরেকটি স্টপ – ইডেন গার্ডেন মেট্রো স্টেশন যুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে। করিডোরের ১.৬ কিলোমিটার সম্প্রসারণের জন্য অতিরিক্ত ১,০০০ কোটি টাকা অনুমোদন করেছে, যার ফলে বর্তমান প্রকল্পের ব্যয় ১০,৩৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এখন নিশ্চয়ই ভাবছেন যে স্টেশনটি কোথায় নির্মিত হবে? সূত্রের খবর, পূর্ববর্তী জোকা-এসপ্ল্যানেড (বেগুনি) লাইনের টার্মিনাল ইডেন গার্ডেন স্টেশনটি ইডেন গার্ডেনের গেট ১ এর বিপরীতে, মোহনবাগান ফুটবল মাঠের কাছে নির্মিত হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উপকৃত হবেন কয়েক লাখ মানুষ

পার্পল লাইন ১৪.৪ কিলোমিটার বিস্তৃত এবং আটটি উঁচু স্টেশন এবং চারটি ভূগর্ভস্থ স্টেশন রয়েছে। বর্তমানে, এটি জোকা এবং মাঝেরহাটের মধ্যে ৮ কিলোমিটার উঁচু অংশ পরিচালনা করে। মোমিনপুরে নির্মাণাধীন অষ্টম স্টেশনটিও উঁচু করা হবে। এর বাইরে, ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অংশে খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশন অন্তর্ভুক্ত থাকবে। এক রিপোর্ট অনুসারে, নতুন প্রস্তাব অনুমোদিত হলে, টার্মিনাল ভূগর্ভস্থ স্টেশনটি ইডেন গার্ডেনের গেট নম্বর ১-এর কাছে, মোহনবাগান ফুটবল মাঠের কাছে অবস্থিত হতে পারে।

আরও পড়ুনঃ ট্রেন হাইজ্যাক করে পাকিস্তান, চিনকে ডেডলাইন দিল BLA! ক্ষতির মুখে জিনপিংয়ের স্বপ্নের প্রকল্প

যদি বাস্তবায়িত হয়, তাহলে পার্পল লাইনের ভূগর্ভস্থ ক্রসওভার পয়েন্ট, যেখানে ট্রেনগুলি ট্র্যাক পরিবর্তন করে, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেডের মধ্যে তার বর্তমান অবস্থান থেকে স্ট্র্যান্ড রোডের দিকে স্থানান্তরিত করা হবে। এই সম্প্রসারণটি হাইকোর্ট, ইডেন গার্ডেন, বাবুঘাট, মিলেনিয়াম পার্ক এবং স্ট্র্যান্ড রোডের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে মেট্রোর প্রবেশাধিকার প্রদান করবে। উপকৃত হবেন কয়েক লাখ মানুষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group