বন্ধ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের যোগাযোগকারী সেতু, দেখে নিন বিকল্প রাস্তা

Published on:

ramendra sundar tribedi bridge closed for 12 hours

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছুটিতে উত্তরবঙ্গ (North Bengal) যাওয়ার প্ল্যান করেছেন? ট্রেনের টিকিট না পেলে অনেকেই নিজস্ব গাড়িতেই উত্তরবঙ্গের পথে রওনা দেন। তবে আজ অর্থাৎ রবিবার যদি যাওয়ার প্ল্যান থাকে তাহলে সমস্যার মুখে পড়তে হতে পারে। কারণ মুর্শিদাবাদের বহরমপুরের একটি গুরুত্বপূর্ণ সেতু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু বন্ধ থাকবে। কতদিনের জন্য বন্ধ থাকছে সেতুটি? জেনে নিন আজকের প্রতিবেদনেই।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বন্ধ উত্তরবঙ্গ যাওয়ার রামেন্দ্র সুন্দর সেতু | Ramendra Sundar Tribedi Bridge Closed |

যেমনটা জানা যাচ্ছে রক্ষণাবেক্ষণের জন্যই শনিবার রাত্রি ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হবে সেতু। কলকাতা থেকে বহরমপুর হয়ে যে বাসগুলি উত্তরবঙ্গে যায় সেগুলি এই সেতুর উপর দিয়েই যায়। ফলে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই সেতু বন্ধ থাকলেও বিকল্প সেতু খোলা থাকবে। এক্ষেত্রে বহরমপুর বাইপাস দিয়ে ঘুরে যেতে হবে।

আরও পড়ুনঃ  গাড়ি হোক আর বাইক! প্রেস, আর্মি লেখা স্টিকার লাগালেই মোটা চালান! নয়া নিয়ম পুলিশের

সমস্যার মুখে যাত্রীরা

স্থানীয় প্রশাসনের মতে, রাস্তা বন্ধ রাখা হবে এই মর্মে আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল। যাতে এই রাস্তা দিয়ে যাতায়াতের প্ল্যান থাকলে আগে থেকেই বিকল্প রাস্তা ভেবে রাখা যেতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতে যানবাহনের চাপ আরও বেশি থাকে তাই শনি ও রবিবারেই এই রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। রাত্রি ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যতটা সম্ভব দ্রুত কাজ চালানো হবে। কাজ শেষ হলেই পুনরায় ব্রিজ খুলে দেওয়া হবে। তখন আর অসুবিধা হবে না বলেই জানানো হয়েছে।

Whatsapp Broadcast Join Now

আরও পড়ুনঃ ‘বাংলার সরকারি কর্মীদের দিতে হবে না ট্যাক্স!’ DA দাবির মধ্যেই বড় মন্তব্য

কী বলেছেন বাসচালক?

এই রুটের এক বাসচালকের মতে, বহু বছর ধরে এই রুটে বাস চালাচ্ছি। ব্রিজটির রক্ষণাবেক্ষণের দরকার আছে ঠিকই, কিন্তু হুট করে ব্রিজ বন্ধ করে দিলে সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। আবার আরেক কলকাতা-শিলিগুড়ি রুটের বাস চালকের মতে, এই ব্রিজ বন্ধ করে বিকল্প সেতু চালু রাখা হচ্ছে ঠিকই, তবে অনেকেই বহরমপুরের যাত্রী থাকেন, তাদের ক্ষেত্রে অসুবিধা হবেই। যদিও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেরামতের কাজ হওয়াটাও প্রয়োজন।

সঙ্গে থাকুন ➥
X