শুধু চলবে বাইক, ফের বন্ধ আরামবাগের রামকৃষ্ণ সেতু! ক্ষোভে ফুঁসছে জনতা

Published:

Arambagh
Follow

প্রীতি পোদ্দার, আরামবাগ: প্রথম দিকে রামকৃষ্ণ সেতু (Arambagh Ramkrishna Bridge) সংস্কারের নামে হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছিল বাস চলাচল। যার ফলে বাস মালিকদের আয় কমেছিল। শেষে ‘বিদ্রোহের’ ডাক দিয়েছিল বাস পরিচালন সমিতির একাংশ। তবে এবার ফের হুগলির আরামবাগের (Arambagh) রামকৃষ্ণ সেতু দিয়ে তিন দিন সমস্ত রকম যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। চিন্তায় মাথায় হাত পড়ল সকলের।

কবে থেকে বন্ধ থাকবে যান চলাচল?

জেলা প্রশাসন সূত্রে খবর, আজ, ৮ নভেম্বর অর্থাৎ শনিবার সকাল ছয়টা থেকে আগামী ১১ নভেম্বর, মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সেতুর উপর দিয়ে চার চাকা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে শুধুমাত্র দুই চাকা যান যাতায়াত করবে। সাধারণ মানুষও পায়ে হেঁটে যেতে পারবে। ইতিমধ্যেই আরামবাগের বিভিন্ন এলাকায় চলছে মাইকিং প্রচার। এদিকে বাস অটো না যেতে পারায় যাত্রীদের গোঘাটের ব্যাঙ্গাই মোড় থেকে ডানদিকে ঘুরে একলক্ষী ব্রিজের উপর দিয়ে যেতে হবে। তবে রামকৃষ্ণ সেতুর দুই প্রান্তে বাস ও টোটো পরিষেবা চালু থাকবে। তাই বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে সাধারণদের।

অস্থায়ী বাসস্ট্যান্ড কালিপুরে

কালিপুর বাসস্ট্যান্ডে জরুরি পরিষেবা প্রদানের জন্য প্রশাসনের তরফ থেকে একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও কালিপুর অস্থায়ী বাসস্ট্যান্ডে মেদিনীপুর, বদনগঞ্জ, ঘাটাল বালিদেওয়ানগঞ্জ, বাঁকুড়া, বিষ্ণুপুর ,পুরুলিয়া সহ বিভিন্ন রুটের বাস পাওয়া যাবে। অন্যদিকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যাওয়া যাবে কলকাতা, তারকেশ্বর, গড়ের ঘাট, গোতান, তিরোল, বর্ধমান, বন্দর-সহ বিভিন্ন রুটে যাওয়া যাবে। আরামবাগ বাস মিনি বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য জানান, শনিবার, রবিবার, সোমবার তিন দিন টোটো, অটো বাস পরিষেবা বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বাইক চলবে না। আশা করা যাচ্ছে মঙ্গলবার রাত থেকে স্বাভাবিক হবে যাতায়াত।

আরও পড়ুন: ফল বেরোলেও SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ নিয়ে জট! হাইকোর্টে ঝুলে মামলা

রামকৃষ্ণ সেতু বন্ধ হয়ে যাওয়া নিয়ে রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী। হেঁটে হেঁটে ব্রিজ পারাপার করা নিয়ে বেশ মুশকিলে পড়েছেন তাঁরা। অনেকেই বলছেন রামকৃষ্ণ সেতু নিয়ে দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েন চলে আসছে। কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না, যার জেরে বেশ সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। এই বিষয়ে আরামবাগের এসডিও রুবি কুমার জানান, রামকৃষ্ণ সেতুতে লোড টেস্টিং-এর জন্য পুলিশ পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে। কী ভাবে সেতুর লোড টেস্টিং করা যাবে তা নিয়ে আলোচনাও করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join