বাংলার মাটিতেই রেয়ার আর্থ ম্যাগনেট? পুরুলিয়ায় বিরাট খোঁজ! বদলে যাবে ভারতের ভবিষ্যৎ

Published on:

Purulia Mining Project

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার মুকুটে এবার নয়া পালক! হ্যাঁ, এবার পশ্চিমবঙ্গের মাটিতেই বিরল খনিজ অনুসন্ধানে বিরাট পদক্ষেপে নিতে চলেছে ভারত সরকার। সম্প্রতি ভূতাত্ত্বিক জরিপ দপ্তর জানিয়েছে যে, পুরুলিয়া (Purulia Mining Project) জেলায় এই বিরল খনিজের প্রাথমিক অনুসন্ধান চলছে। আর এই পদক্ষেপ নিঃসন্দেহে ভারতীয় খনিজ শিল্পের ভবিষ্যতের জন্য ইতিবাচক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যদিও পুরুলিয়ায় খনিজের মজুদ খুব বেশি নেই, তবুও এটিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন বেশ কিছু বিশেষজ্ঞ। কারণ, ভারত বর্তমানে বৈদ্যুতিক গাড়ি, ইলেক্ট্রনিক্স এবং নবীকরণযোগ্য প্রযুক্তি খাতে বিরল খনিজের অভাবে ধুঁকছে। এই ধরনের খনিজের উপর তারা এখন সবথেকে বেশি নির্ভরশীল।

কোথায় চলছে এই অনুসন্ধান?

খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং অসমের কার্বি আংলং ব্লকে G2 স্তরে অনুসন্ধান চলছে। ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের ডিরেক্টর জেনারেল অসিত সাহা জানিয়েছেন যে, এই দুই ব্লকের অনুসন্ধান শেষ হওয়ার পর আগামী এক বছরের মধ্যেই এগুলি নিলামে তোলা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে, G2 স্তরের অনুসন্ধান এখন এমন পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে খনিজের উপস্থিতি এবং পরিমাণ প্রায় নিশ্চিত। আর এই রিপোর্ট রাজ্য সরকারের খনিজ দপ্তর এবং কেন্দ্রীয় খনি মন্ত্রকে পাঠানো হবে বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, বিশ্বের নানা উন্নত প্রযুক্তির কেন্দ্রে রয়েছে এই বিরল খনিজ। আর গোটা বিশ্বে এই খনির সংখ্যা হাতেগোনা 14 থেকে 17টি। এই খনিজ খুঁজে পাওয়া ঠিক যেমন দুষ্কর, তেমন সেগুলোকে আলাদা করে প্রক্রিয়াকরণ করাও প্রযুক্তিগতভাবে জটিল। ইভি মোটর থেকে শুরু করে উইন্ড টারবাইন, মোবাইল ফোন, সবেতেই এই খনিজের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুনঃ সিঙ্গল না ডাবল ডোর? কত দরজার ফ্রিজ ভালো কাজের! দোকানে যাওয়ার আগে জানুন

দেশে তৈরি হচ্ছে রেয়ার আর্থ ম্যাগনেট

তবে শুধুমাত্র পুরুলিয়ায় খনির সন্ধানেই সীমাবদ্ধ থাকছে না ভারত। কারণ, কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী শুক্রবার ঘোষণা করেছেন যে, কেন্দ্রীয় সরকার 1345 কোটি টাকার একটি বিরাট প্রকল্প আনছে, যার মাধ্যমে দেশেই রেয়ার আর্থ ম্যাগনেট তৈরি করা হবে। আর এই ম্যাগনেটগুলি মূলত ডিফেন্স ও রিনিউয়েবল এনার্জি সেক্টরে ব্যবহার করা হবে।

পাশাপাশি অসিত শাহ জানিয়েছেন যে, হিমালয়ের নিম্নাঞ্চলে ভারতে উচ্চ মানের ভ্যানাডিয়ামের হদিশ পাওয়া গিয়েছে। আর এই খনিজ মূলত ব্যাটারি এবং ইস্পাত উৎপাদনেও বিরাট ভূমিকা রাখবে। পাশাপাশি লিথিয়াম অনুসন্ধানেও জোর দিয়েছে সরকার। জানা যাচ্ছে, বর্তমানে চার-পাঁচটি রাজ্যে 20 টির মতো লিথিয়াম প্রজেক্টে কাজ চলছে। এখন দেখার, পুরুলিয়া সত্যিই খনিজ শিল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group