প্রবল বর্ষণে ভাঙল আলিপুরদুয়ার ব্রিজের একাংশ! অল্পের জন্য বাঁচল শ্রমিকদের

Published on:

Alipurduar

প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহান্তেই দেবীপক্ষের সূচনা। এদিকে পুজোর আগেও দুর্যোগ অব্যাহত বঙ্গজুড়ে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই একাধিক জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির জেরে আলিপুরদুয়ারের (Alipurduar) বীরপাড়ার গ্যারগাণ্ডা সেতুর বেহাল অবস্থা। বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণে সদ্য মেরামত করা সেতুর অ্যাপ্রোচ রোডের পশ্চিম অংশ ধসে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় একাধিক শ্রমিক।

ভাঙল অস্থায়ী নির্মাণ!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ে আলিপুরদুয়ার অ্যাপ্রোচ রোড। টানা কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি ঢলে গ্যারগাণ্ডা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। যার ফলে ভয়ংকর বিপদের মুখে পড়ে বীরপাড়ার গ্যারগাণ্ডা সেতু। হুড়মুড়িয়ে ধসে পড়ে সদ্য মেরামত করা ওই অস্থায়ী নির্মাণ। এমনকি সেতুর নিচে থাকা শ্রমিকদের তাঁবু মুহূর্তে নদীর জলে ভেসে যায়। অল্পের জন্য শ্রমিকরা কোনওরকমে প্রাণে বেঁচে যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশকর্মীরা। আপাতত সেতু মেরামতের কাজ বন্ধ রাখা হয়েছে।

যাতায়াত ব্যবস্থায় মহাসমস্যা

স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে বারংবার বীরপাড়ার গ্যারগাণ্ডা সেতু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেক্ষেত্রে প্রশাসন এই সেতুর কোনো স্থায়ী সমাধান করে না। তাই প্রতিবারই অস্থায়ী মেরামতের কাজ চলে। যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। তাই তাদের দাবি, দ্রুত শক্তপোক্তভাবে সেতুটি পুনর্নির্মাণ করতে হবে। এদিকে ভারী বৃষ্টির জেরে ভেঙে যাওয়া সেতুর এক পাশে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্য প্রান্ত দিয়ে ধীরগতিতে একটি করে গাড়ি পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে ভুটান ও উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ব্যস্ততম এই এশিয়ান হাইওয়েতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: সার্জিকাল ছুরি-কাঁচি দিয়ে তিন টুকরো করা হয় ছাত্রীর দেহ! রামপুরহাট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দ্রুত সেতু সংস্কারের নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ৩১ মে প্রবল বর্ষণ ও হড়পায় প্রথম ক্ষতিগ্রস্ত হয় এই সেতুর পশ্চিম দিকের অ্যাপ্রোচ রোড। বসে যায় পুরো অংশ। বন্ধ হয়ে যায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের যান চলাচল। এরপর এশিয়ান হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে দু’সপ্তাহের মধ্যেই অস্থায়ীভাবে নতুন অ্যাপ্রোচ রোড তৈরি করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এবং শুরু হয় সেতু সংস্কারের স্থায়ী কাজ। কিন্তু কাজের মাঝেই ঘটে গেল বড় বিপদ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥