কলকাতাঃ আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। এখনও রোজ রোজ চলছে প্রতিবাদ। সাধারণ মানুষ থেকে তারকা, প্লেয়ার, সঙ্গীত শিল্পী, ইউটিউবাররা রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছে। আগামী ২৭ আগস্ট ছাত্র সমাজ আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার নবান্ন অভিযান ডেকেছে। এদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে আজ সাতসকালে সিবিআই হানা দেয়। বাড়িতে থেকেও প্রায় দেড় ঘণ্টা পর দরজা খলেন সন্দীপ। শুধু সন্দীপের বাড়িই নয়, আজ সকাল সকাল সিবিআইয়ের আধিকারিকরা প্রায় ১৫ জায়গায় হানা দিয়েছে বলে খবর।
এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়িতেই রয়েছেন সিবিআইয়ের আধিকাররা। এমনকি আরও কয়েকজন দুঁদে অফিসার নাকি সেখানে যোগ দিয়েছেন। তবে এরই মধ্যে জানা যাচ্ছে যে, সন্দীপ ঘনিষ্ঠ এক ব্যক্তিত্বে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছে সিবিআই। জানা গিয়েছে, আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোম এবার সিবিআইয়ের নজরে। তাঁকেই জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যাচ্ছে, দেবাশিস সোমকে আরজি করের আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত করা হতে পারে। রবিবার আরজি করের আর্থিক তছরুপ মামলার তদন্তেই কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিরা। বিকেল অবধি বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে ৪টের পর নিজাম প্যালেসে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
আরজি করের গুণধর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত দেবাশিস। এই ফরেন্সিক শিক্ষকের বিরুদ্ধেও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এবার দেবাশিসকে জেরা করে আর্থিক তছরুপ মামলার শিকড় খুঁজতে চাইছে সিবিআই। এখন দেখার বিষয় এটাই যে, CBI এর জেরায় ঠিক কতটা তথ্য উঠে আসে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |