আরজি কর কাণ্ডে হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট! সঞ্জয় ছাড়া আরেকজন ছুঁয়েছিল তিলোত্তমাকে

Published on:

RG Kar Case

প্রীতি পোদ্দার, কলকাতা: খবরের শিরোনামে ফের উঠে এল কলকাতার আরজি কর হাসপাতালের তিলোত্তমা ধর্ষণ কাণ্ডের (RG Kar Case) ঘটনা। গত বছরের মাঝামাঝি সময় থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য বারবার উঠে আসছে আদালতে। দ্বিতীয় বর্ষের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রহস্যের জট যেন কিছুতেই কাটতে চাইছে না। যদিও শিয়ালদা আদালত ধৃত সঞ্জয় রায়কে কারাদণ্ডের সাজা শোনান হয়েছে, কিন্তু সেই রায়ে অখুশি পরিবার থেকে আন্দোলনকারীরা। এখনও টানাপোড়েন অব্যাহত।

নয়া রিপোর্ট পেশ আদালতে

আর এসবের মাঝেই ফের আরজি কর কাণ্ড নিয়ে উঠে এল এক বিস্ফোরক অভিযোগ। কয়েকদিন আগে আরজি কর কাণ্ডে CFSL দিল্লির রিপোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন তিলোত্তমার পক্ষের DNA বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার। তাই সেই নিরিখে হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জমা করা রিপোর্টের পাল্টা আরও একটি রিপোর্ট পেশ করলেন তিলোত্তমার আইনজীবী। আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসা মাত্রই ফের প্রশ্নের মুখে সিবিআইয়ের রিপোর্ট।

সঞ্জয় ছাড়াও আরও এক ব্যক্তির উপস্থিতি!

সূত্রের খবর, হাইকোর্টে সম্প্রতি আরজি কর কাণ্ডের একটি রিপোর্ট জমা পড়েছে। আর সেই রিপোর্টে উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে তিলোত্তমাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও ক্রাইম সিনে আর‌ও একজন উপস্থিত ছিলেন। আর উল্লেখযোগ্য বিষয় হল উপস্থিত থাকা সেই ব্যক্তিটি আসলে একজন মহিলা। এমনকি বিশেষজ্ঞের রিপোর্টে এও দাবি করা হয় যে তিলোত্তমার দেহ সঞ্জয় ছাড়াও সেই মহিলা স্পর্শ করেছিলেন।

আরও পড়ুন: ৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়! শিলিগুড়ি থেকে বড় ঘোষণা মমতার

এদিকে হাইকোর্টে প্রকাশিত রিপোর্টে ক্রাইম সিনে কোনো এক মহিলার উপস্থিতি আন্দাজ করা গেলেও সেখানে সঞ্জয় ছাড়াও অন্য পুরুষের উপস্থিতি উড়িয়ে দেওয়া যায় না বলে দাবি করা হয়েছে। আর এই আবহে ডিএন‌এ বিশেষজ্ঞের এই রিপোর্ট প্রকাশ্যে আসা মাত্রই পুনরায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা। প্রশ্ন উঠছে তবে কি বিশেষজ্ঞরা ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথাই কি বলতে চেয়েছেন? যদিও কলকাতা হাইকোর্ট পরবর্তী শুনানিতে ডিএন‌এ বিশেষজ্ঞের মতামত জানতে চেয়েছেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥