আরজি কর মামলায় ঘুরে গেল মোড়, হাইকোর্টকে সোমেই শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

RG Kar Case

প্রীতি পোদ্দার, কলকাতা: ৭ মাস কেটে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আরজি কর হাসপাতালে (RG Kar Case) দ্বিতীয় বর্ষের পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার সমাধান মিলল না। বহুদিন ধরেই চিকিৎসকের পরিবার আর জি কর-কাণ্ডে CBI তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের কাছে। এর আগে দিল্লিতে গিয়ে CBI ডিরেক্টরের সঙ্গে দেখা করে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে আসেন তিলোত্তমার মা-বাবা। সেখানে দাবি করা হয় যে, এখনও অনেক রহস্য উন্মোচিত হয়নি CBI তদন্তে। এরপরই কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টর ও এক মহিলা পুলিশ কর্মীকে CGO কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই তদন্তের মাঝে সুপ্রিম কোর্ট সম্মতি দিয়েছে যে এবার থেকে কলকাতা হাইকোর্টে আর জি কর-মামলার শুনানি হবে।

আবেদনে সম্মতি শীর্ষ আদালতের

গত সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বর্ষীয়ান বিচারপতি জয়মাল্য বাগচী। প্রথম দিনই আরজি কর মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে যোগ দিয়েছিলেন তিনি। গত ১০ ডিসেম্বর বিচারপতি সঞ্জীব খান্নার পরামর্শ মত নয়া আবেদনে সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা একটি পিটিশন ফাইল করেন। গত সোমবার সুপ্রিম কোর্টে সেই নতুন পিটিশন ফাইলটি তুলে ধরেন নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সেখানে বলা হয়, এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয়, সে বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত এদিন সুপ্রিম কোর্ট কার্যত সেই আবেদনটিকেই মান্যতা দিয়েছে।

এর আগে মূল অপরাধী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা-সহ একাধিক দাবি করে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে তিলোত্তমার পরিবার। কিন্তু বিচারপতি ঘোষ সেক্ষেত্রে স্পষ্ট জানান, যেহেতু এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে এইমুহূর্তে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না। কিন্তু শেষ পর্যন্ত গত সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পড়ে খানিক স্বস্তি মিলল তিলোত্তমার বাবা ও মায়ের। এবার মেয়ের সুবিচারের জন্য আরও দৃঢ়তার সঙ্গে তৈরি হচ্ছেন মা-বাবা।

সোমেই হাইকোর্টে মামলার শুনানি হবে

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আগামী সোমবার কলকাতা হাই কোর্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন মামলার শুনানি হতে চলেছে। CBI তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ তুলে পুনরায় তদন্ত চেয়ে আবেদন করেছেন নির্যাতিতার বাবা না। বিষয়টি নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয় সেই আবেদনের মাধ্যমে। আর সেখানেই জানানো হয়ে আগামী সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হবে এই মামলার শুনানি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥