Indiahood-nabobarsho

জোড়া নবান্ন অভিযান! ২১ এপ্রিল নীল বাড়ির উদ্দেশ্যে কুচ করবে ছাত্র সমাজ, ঐক্য মঞ্চ

Published on:

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রধান বিচারপতির এক সিদ্ধান্তেই রাতারাতি চাকরিহারা হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। যার দরুন রাজ্যের শিক্ষাব্যবস্থারও বেহাল দশা। যেই শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুম থেকে পড়ুয়াদের শিক্ষাদান করত, এখন সেই ক্লাসরুম থেকে তাঁরা নিজেদের হকের দাবি লড়তে নেমে এসেছেন রাস্তায়। নানাভাবে আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। ইতিমধ্যেই জেলায় জেলায় মিছিল করেছেন তারা। আর এই মিছিলের মাঝেই এবার জোর কদমে চলছে নবান্ন অভিযানের প্রস্তুতি। উল্লেখযোগ্য বিষয় হল এবার চাকরিহারাদের আন্দোলনের সঙ্গে জুড়তে চলেছে আরজিকরের আন্দোলন। এবং সেই মিছিলে পা মেলাতে চলেছেন তিলোত্তমার বাবা মা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মিছিলে যোগ তিলোত্তমার বাবা মায়ের!

সূত্রের খবর, স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগে জালিয়াতির অভিযোগ তুলে আগামী ২১ এপ্রিল নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। এবার সেই একই দিনে নবান্ন অভিযানের ডাক দিল ‘বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। আর সেই মিছিলেই পা রাখতে চলেছেন নির্যাতিতার বাবা মা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে তিন প্রতিনিধি দুপুর দেড়টা নাগাদ তিলোত্তমার বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর বাবা-মার সঙ্গে দেখা করেন ওই তিন প্রতিনিধি। আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে পাশে থাকার জন্য তাঁদের অনুরোধ করেন। আর সেই আর্জিতেই এবার সাড়া দিল নির্যাতিতার বাবা মা। আসলে হারানোর যন্ত্রণাটা রয়েছে উভয়েরই। এবং উভয়েরই লড়াই প্রশাসনের বিরুদ্ধে।

কী বলছেন তিলোত্তমার বাবা?

জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল ধর্মতলা থেকে রানি রাসমণি রোড হয়ে একটি মিছিল নবান্নের দিকে যাবে। এবং অপর মিছিলটি সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে যাবে। এই প্রসঙ্গে নির্যাতিতা চিকিৎসকের বাবা জানিয়েছেন, “আমি প্রথম দিন থেকে বলছি ওরা যে অন্যায়ের শিকার হয়েছেন তার বিচার পাওয়া প্রয়োজন। সেই বিচার চেয়েই আগামী ২১শে এপ্রিল ওরা নবান্ন অভিযানে নামছে। আমরা সেই মিছিলে থাকব। যেকোনও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে আমরা যোগ দেব। এবং সকল শুভবুদ্ধি সম্পন্নকে এই মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।”ঐক্য মঞ্চের তরফে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে এই অভিযানে শামিল হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বালোচ আর্মির ভয়ে সিঁটিয়ে পাকিস্তান সেনা, রাতে ট্রেন চালাতে ভয় পাচ্ছে রেল! আতঙ্কে সরকার

ইতিমধ্যেই জেলায় জেলায় ডিআই অফিসের সামনে আন্দোলন শুরু করেছিল চাকরিহারারা। এবার বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা, একেবারে নবান্ন অভিযান। তবে সম্প্রতি বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২১ এপ্রিলের আগেই চাকরিহারাদের যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। যদি সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় তাহলে ছাত্র সমাজের নবান্ন অভিযানের আর কোনও যৌক্তিকতা থাকবে কিনা, সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group