সৃঞ্জয়ের মৃত্যুর খবর শুনতেই হাসপাতালে রিঙ্কুর প্রাক্তন স্বামী, এতদিনে সামনে এল রাজার পরিচয়

Published:

Rinku Majumder ex-husband's identity revealed
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন জীবনে পা দিয়েছেন মাত্র 27 দিন। গত মাসেই বাংলার দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষের সাথে শুভ পরিণয় হয় মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder)। তবে সেই আনন্দের রেশ কিছুটা ফিকে হতেই সংসারে নেমে এল শোকের ছায়া! চলে গেলেন রিঙ্কুর প্রথম পক্ষের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্ত।

মঙ্গলবার সকালেই সাপুরজি আবাসনের ই ব্লকের ঘর থেকে উদ্ধার হয় রিঙ্কু পুত্রের নিথর দেহ। যদিও পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করে। আর এই মৃত্যু সংবাদের সাথে সাথেই প্রকাশ্যে এসেছে দিলীপ ঘরণীর প্রথম পক্ষের স্বামী রাজা দাশগুপ্তের পরিচয়।

রিঙ্কু মজুমদারের প্রথম স্বামী কে এই রাজা দাশগুপ্ত?

জানা গিয়েছে, মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের স্বামী অর্থাৎ সৃঞ্জয় মজুমদার ওরফে প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত। তিনি মূলত বিজপুর উত্তরপাড়া নবনগড়ের বাসিন্দা। তাঁর সাথে রিঙ্কুর বিবাহ বিচ্ছেদ হয়েছে বহুদিন। যদিও, দিলীপ ঘোষের সাথে বিবাহের সময় নিজের প্রথম পক্ষের কথা উল্লেখ করলেও রাজার নাম মুখেও তোলেননি রিঙ্কু।

ছেলেকে বড় করেছিলেন রিঙ্কুই

দিলীপ ঘোষকে বিয়ের সময় রিঙ্কু মজুমদারকে ছেঁকে ধরেছিল সংবাদমাধ্যম। আর সেই আবহেই উঠে আসে নানান ব্যক্তিগত তথ্য। জানা যায়, ছেলে সৃঞ্জয়কে নিজেই বড় করেছেন রিঙ্কু। সম্প্রতি রিঙ্কু মজুমদারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ জানিয়েছেন, প্রথম পক্ষের স্বামীর সাথে প্রায়শই অশান্তি লেগে থাকত রিঙ্কুর।

সেই কারণে শেষ পর্যন্ত ছেলেকে নিয়ে চলে আসেন তিনি। জানা যায়, রাজার সাথে বিবাহ বিচ্ছেদের পর কাঠখড় পুড়িয়ে ছেলেকে মানুষ করেছেন রিঙ্কু। তবে যাঁকে নিয়ে সব কিছু! যাঁর জন্য এত লড়াই, সেই সৃঞ্জয় ওরফে প্রীতমই আর থাকলো না! আর এতে মা রিঙ্কুর যন্ত্রণা কতটা তা বুঝছেন শুধুমাত্র সন্তান হারা গর্ভধারিনীরাই।

অবশ্যই পড়ুন: জোকা-মাঝেরহাট মেট্রো নিয়ে আনন্দের খবর, লাভবান হবেন হাজার-হাজার যাত্রী

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সাপুরজি আবাসনের দোতলার ফ্ল্যাট থেকে সৃঞ্জয়ের মরদেহ উদ্ধার করার পাশাপাশি বালিশের পাশ থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে। জানা যায়, একাধিক রোগে আক্রান্ত ছিলেন প্রীতম। নার্ভের সমস্যাও ছিল তাঁর। তাই চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হতো। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু হল সৃঞ্জয়ের? আদৌ কি আত্মহত্যা করেছেন রিঙ্কু পুত্র? সবটা খোলসা হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join