সহেলি মিত্র, কলকাতাঃ বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা ভোট। আর আসন্ন এই ভোটের মুখে ৩০শে আগস্ট, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) ২০১৬ সালের শিক্ষক নিয়োগ অনিয়মের সাথে যুক্ত ১,৮০৪ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করেছে। ২৮শে আগস্ট সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অনুসারে এই তালিকা জারি করা হয়েছে যাতে সাত দিনের মধ্যে নাম প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে যে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এই নির্দেশের পরেই অযোগ্যদের তালিকা সামনে আনল এসএসসি। তবে এই তালিকায় শাসক দলের অনেকের হেভিওয়েটের নাম রয়েছে। কিন্তু কীসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুললেন রীতেশ ঘোষ (Ritesh Ghosh)।
SSC তালিকা নিয়ে বিস্ফোরক ‘অযোগ্য’ শিক্ষক
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই রীতেশ ঘোষ কে? আসলে রীতেশের নাম অযোগ্যদের তালিকায় রয়েছে। তবে এই বিষয়টি মোটেও মানতে রাজি নন তিনি। ৩০শে আগস্ট রাত ৮টার দিকে কমিশনের ওয়েবসাইটে তালিকাটি আপলোড করা হয়। এতে কেবল ‘দাগি’ প্রার্থীদের নাম এবং রোল নম্বর রয়েছে, তবে উল্লেখযোগ্যভাবে তাদের সংশ্লিষ্ট স্কুল বা বিষয়গুলির উল্লেখ নেই। মূলত এই বিষয়টি নিয়েই জোরালো সওয়াল করেছেন ‘অযোগ্য’ রীতেশ ঘোষ।
TV9 বাংলার কাছে রীতেশ ঘোষ দাবি করেছেন, এই তালিকা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “কেন স্কুলের নাম দেওয়া হল না, রহস্য কোথায় আছে জানি না। তবে আমাদের অযোগ্য বলে চিহ্নিত করা যায় না।” তাঁর দাবি, যেহেতু ওএমআর শিটের মিরর ইমেজ বা অরিজিনাল কপি নেই, তাই OMR জালিয়াতির অভিযোগের ক্ষেত্রে এভাবে দাগিয়ে দেওয়া যায় না। রীতেশ ঘোষ আরও দাবি করেছেন, যে হার্ড ডিস্ক নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, তার উপর ভিত্তি করেই লিস্ট বানানো হল। এটা প্রমাণিত নয়। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দাগিয়ে দেওয়া হল।
এসএসসি শিক্ষক নিয়োগে বিরাট দুর্নীতি
গত বছর এপ্রিল মাসে, সুপ্রিম কোর্ট WBSSC-এর মাধ্যমে করা ২৫,৭৫৩টি নিয়োগকে অবৈধ ঘোষণা করে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, পুরো নিয়োগ প্রক্রিয়াটি ‘বিকৃত এবং কলঙ্কিত’ ছিল। এরপর চলতি বছরের ২৮শে আগস্ট, বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ WBSSC কে এক সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেয়, জোর দিয়ে বলে যে নতুন নিয়োগ প্রক্রিয়া কঠোর বিচারিক তত্ত্বাবধানে এগিয়ে যেতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |