ফের দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

Published:

Kalyani Expressway
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের দুর্ঘটনার ছায়া দেখা গেল কল্যাণী এক্সপ্রেসওয়েতে (Kalyani Expressway)! ডিভাইডারে ধাক্কা খেয়ে সম্পূর্ণ উল্টে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে গাড়িতে থাকা স্বামী স্ত্রী। উল্লেখ্য, বরাবরই উত্তর শহরতলীর ব্যস্ততম রাস্তা এবং দ্রুতগতিতম রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা লেগেই রয়েছে। পুজোর দিনগুলিতে বেশ কয়েকজন পথ দুর্ঘটনায় মারাও গিয়েছে। ট্রাফিক নিয়মে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও কোনও কিছুতেই কাজ হচ্ছে না। এবার আরও এক দুর্ঘটনা প্রকাশ্যে এল।

ঘটনাটি কী?

স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দশমীর দিন পলতা পাড়ার পাশেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক ভয়ংকর দুর্ঘটনা ঘটে গিয়েছে। বৃষ্টিভেজা রাস্তায় প্রাইভেট গাড়িটি চলতে চলতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে আর তাতেই উল্টে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে আশেপাশের স্থানীয়রা ছুটে চলে আসে গাড়ির ভিতরে থাকা লোকদের বের করতে। জানা গিয়েছে দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে স্বামী ও স্ত্রী দুজনেই ছিলেন, কোনওরকমে তাঁদের বের করা হয়। তবে ভাগ্যের জেরে তাঁদের কোনও বড় ক্ষতি হয়নি।

কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দুর্ঘটনা!

পুজোর দিনগুলিতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনার খবর উঠে আসছে শিরোনামে। যদিও পুজোতে সুষ্ঠুভাবে ট্রাফিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যারাকপুর ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থানে যানবাহন চলাচলের ক্ষেত্রে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিল। এমনকি দ্রুতগতিসম্পন্ন কল্যানী এক্সপ্রেসওয়েতেও দুর্ঘটনা নিয়ন্ত্রনের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এবং রাস্তার সর্বত্র দুধারে এই নির্দেশিকা জানিয়ে বোর্ড ঝুলিয়েও দেওয়া হয়েছিল। অত্যাধিক গতিতে চালানো বাইক ও গাড়ির ওপর নেওয়া হয়েছিল আইনী ব্যবস্থা। কিন্তু তাতেও যেন কিছুতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: বারুইপুরে রাস্তার ধারে উদ্ধার যুবকের গলাকাটা রক্তাক্ত দেহ

প্রসঙ্গত, ষষ্ঠীর দিন ভোর ৫টা নাগাদ দুই যুবক বাইকে করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নৈহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। দ্রুত গতির কারণে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইকটি। আর তাতেই দুজনে ছিটকে পড়ে যান রাস্তায়। দুজনেই নৈহাটির বাসিন্দা। শেষে গুরুতর এবং রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join