প্রীতি পোদ্দার, কলকাতা: এসএসসি অভিযানে যাওয়ার আগেই চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে (SSC Sacked Teacher Suman Biswas) ‘আটকানোর চেষ্টা’ পুলিশের! ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশাসনের বিরুদ্ধে ঘৃণ্য মনোভাব প্রকাশ করল শিক্ষা মহল। গত শনিবার, ৩০ আগস্ট, SSC অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ্যে আনতেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। যার ফলে আজ আবার চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর সেই অভিযান আটকাতে এবার বাহিনী নিয়ে নামল কলকাতা পুলিশ।
সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা পুলিশের
এইমুহুর্তে SSC অভিযান আটকাতে তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। কোনওভাবেই এই মিছিল যাতে সংগঠিত হতে না পারে তার জন্য বিধাননগর, করুণাময়ী চত্বর থেকে সল্টলেকের বিভিন্ন জায়গায় পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রিজন ভ্যানও তৈরি রয়েছে। সন্দেহভাজন যে কোনও কাউকে দেখলেই আটক করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা করা হচ্ছে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সঞ্জয় বিশ্বাস নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিও করেছেন। যদিও ইন্ডিয়া হুডের তরফে সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এসএসসি আন্দোলন অভিযানের নেতা সুমন বিশ্বাস করুণাময়ী মেট্রো স্টেশনে নামতেই এক ব্যক্তি তাঁকে জাপটে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয়। ঠিক তখনই সুমন বিশ্বাসের সঙ্গী সঞ্জয় বিশ্বাস নামে এক ব্যক্তি ফেসবুকে সেই ঘটনার মুহূর্তে লাইভ করেন। তাঁকে বলতে শোনা যায়, “চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে কোনও প্ররোচনা ছাড়াই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ কেন ধরছে? সুমন তো কোনও কিছুতে প্ররোচনা দেয়নি। বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে রয়েছে। সুমনের নামে কোনও এফআইআর নেই, কেস নেই, তবুও ধরা হচ্ছে।”
আরও পড়ুন: হেলমেট ছাড়া আর মিলবে না পেট্রোল! ১ সেপ্টেম্বর থেকেই চালু কড়া নিয়ম
জানা গিয়েছে আজ SSC ভবন অভিযানের মূল দাবি ছিল গত শনিবার যেহেতু দাগিদের তালিকা প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রে কেন তবে যোগ্যদের ফের পরীক্ষায় বসতে হবে? তাই পরীক্ষা না দেওয়ার জন্য শুরু হয়েছে অভিযান। এর আগে আজ সকালে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের পাড়ায় প্রথমে জানা দিয়েছিল পুলিশ। কিন্তু গতকাল রাতেই কলকাতায় রওনা দিয়েছেন চাকরিহারা শিক্ষক, দাবি পরিবারের। তবে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে গত ১৮ আগস্ট SSC অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেখানেও ‘করুণাময়ী যাওয়ার পথে চাকরিহারা শিক্ষককে আটক করে মগরা থানায় নিয়ে যাওয়া হয়েছিল। যদিও বিকেলে সুমন বিশ্বাসকে ছেড়ে দেয় পুলিশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |