কল্পতরু মমতা, পুজোর আগে এই কর্মীদের ৬০০০ টাকা বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

Published on:

mamata banerjee government employee

শ্বেতা মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে কপাল খুলে গেল বাংলার সরকারি কর্মীদের। এমনিতে বকেয়া এবং বর্ধিত হারে মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা। অন্যদিকে সামনেই রয়েছে দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আবহে বিরাট বড় চমক দিল পশ্চিমবঙ্গ সরকার। এবার সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে কারণে মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে হাজার হাজার সরকারি কর্মীর। আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনিও কি একজন সরকারি কর্মচারী? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুজোর মুখে বড় চমক সরকারের

এখন আপনিও নিশ্চয় ভাবছেন যে কোন সরকারি কর্মীদের কপাল খুলে গিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর। জানা গিয়েছে, দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকতে আচমকা কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সংশোধন করা হয়েছে। গত ২০২০ সালের ১৬ অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা অন্তর্ভুক্ত নন, তাঁদের এই বেতন বাড়ছে বলে জানিয়েছে সরকার। সম্প্রতি নবান্নে তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে উৎসবের আবহে বিজ্ঞপ্তি দেখে বেজায় খুশি কর্মীরা।

উপকৃত হবেন হাজার হাজার কর্মী

নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম দুই জনদরদী প্রকল্প কন্যাশ্রী এবং রুপশ্রীর আওতায় এমন কিছু কর্মী রয়েছেন তাঁদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যেমন কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বৃদ্ধি পাচ্ছে বলে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একলাফে বাড়ল ৬০০০ টাকা

এক লাফে কর্মীদের ৬০০০ টাকা অবধি বৃদ্ধি করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন যেখানে আগে ১৫,০০০ টাকা ছিল, এখন তা বেড়ে বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা। ডেটা ম্যানেজারের বেতন বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। এর আগে তা ছিল ১১ হাজার টাকা। অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন আগে ১২ হাজার টাকা ছিল, এখন সেটা ৪ হাজার বেড়ে ১৬ হাজার হচ্ছে।  

অন্যদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক বেতন আগে ছিল ১৫ হাজার টাকা। এখন তা ৬ হাজার টাকা বেতন হবে ২১ হাজার টাকা। ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন ১১, ০০০ টাকা ছিল, তাঁদের এখন বেড়ে হয়েছে ১৬ হাজার টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group