কলকাতাঃ আর্থিক দুর্নীতি ও ধর্ষণ কাণ্ডে আপাতত CBI হেফাজতে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর সেই হেফাজত থেকে মুক্তি পেতে তিনি হাইকোর্টে (Calcutta High Court) ছুটেছিলেন। সন্দীপ ঘোষের তরফে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল যে, তাঁকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে। এ দিন সেই মামলার শুনানি হয়।
CBI-র বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাইকোর্টে সন্দীপ ঘোষ
আরজি করের প্রাক্তন অধ্যক্ষের অভিযোগে কানই দিল না কলকাতা হাইকোর্ট। আদালত সন্দীপ ঘোষ সহ বাকিদের বআইনি ভাবে আঁতকে রাখার অভিযোগ খারিজ করে দেয়। গত ৭ অক্টোবর নিম্ন আদালত সন্দীপ ও অন্যান্যদের ২১ অক্টোবর এই মামলায় হাজির করার নির্দেশ দিয়েছিল। এই নিয়ে CBI কোর্টের অনুমতিও নিয়েছিল। এরপরই সন্দীপ ঘোষ হাইকোর্টে অভিযোগ করেন যে, তাঁকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে।
আজ হাইকোর্টে বিরাচপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি জানান, CBI স্পেশ্যাল কোর্টের এক্তিয়ার আছে এই মামলায় প্রয়োজনীয় পদক্ষেপ করার। এরপরেও যদি অভিযুক্তদের হাজির না করা হয়, সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে।
ফের বিস্ফোরক সঞ্জর রাই
ওদিকে আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই প্রায় দিনই একের পর এক বোমা ফাটাচ্ছে। কদিন আগে শিয়ালদা আদালত বেরিয়ে সরাসরি সরকারের উপর আঙুল তুলেছিল। আর আজ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছে।