শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের রাজ্য সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়াল ডিএ (Dearness allowance)। নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মীরা। নতুন করে নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর পাশাপাশি, তারপরেও সরকার যদি কোনোরকম পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কলকাতা শহর অবরুদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে কর্মচারী সংগঠন।
DA ইস্যুতে ফের চরম পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে DA পান। এমন আরও অন্যান্য অনেক রাজ্য আছে যেখানকার সরকারি কর্মীরা ৪৫ থেকে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কিন্তু বাংলার সরকারি কর্মীদের ভাগ্যে এখন জুটছে মাত্র ১৪ শতাংশ মহার্ঘ্য ভাতা। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে বাংলার ডিএ ফারাক অনেকটাই চোখে পড়ার মতো। ফলে এহেন অবস্থায় নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
ডিসেম্বর মাসেই টানা কর্মসূচির ডাক সরকারি কর্মীদের
এই বিষয়ে রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ করা হবে। টানা তিনদিন সেই বিক্ষোভ কর্মসূচি চলবে। আর দাবিপূরণ না হলে প্রতি বছর তিনদিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক।
এছাড়া তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালের ২৭ জানুয়ারি বেলা ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেখান থেকে তাঁরা শহিদ মিনারে মিছিল করে যাবেন। সেখানে মহাসমাবেশ করা হবে। অর্থাৎ নতুন বছরে ডিএ ইস্যুতে শহরে বড় কিছু হতে পারে সেটা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
নতুন বছরে বাড়বে ডিএ?
এখন আরও একটা প্রশ্ন জাগছে, যে নতুন বছরে কি ডিএ বাড়াবে সরকার? এদিকে রাজ্য যদি ৩ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে তাদের ডিএ-র পরিমাণ হবে ১৭ শতাংশ। সূত্রের খবর, নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকার এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |