২৫% DA মিলবে না? বড়সড় ইঙ্গিত রাজ্যের! পাল্টা হুঁশিয়ারি সরকারি কর্মীদেরও

Published on:

bengal da case

সহেলি মিত্র, কলকাতা: বাংলা ডিএ (DA) মামলা নিয়ে জটিলতা যেন কাটতে চাইছে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মীদের বকেয়া টাকার ২৫ শতাংশ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে এদিকে কোর্টের বিষয় মুখ খুলতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার তিনি জানিয়েছেন, ‘কোর্টের বিষয়ে আমি কিছু বলি না। যা করি, আইনে করি। আইনত করি।’ অর্থাৎ ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল যদিও মুখ্যমন্ত্রীর এহেনও মনোভাবকে পাত্তা দিতে নারাজ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। তাঁরাও এবার মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA নিয়ে হুঁশিয়ারি

বকেয়া মহার্ঘ ভাতা মামলা ইস্যুতে রাজ্য সরকারকে রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, ‘আসলে ডিএ মামলার বিষয়ে উনি প্রাথমিক প্রতিক্রিয়া দিতেও একটু থতমত খাচ্ছেন, কারণ তাঁর যে আইনজীবীর টিম ছিল, তারা ধারণা করতে পারেনি যে সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দেবে। সেই ধাক্কা রাজ্য সরকার এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘এটা যদি মুখ্যমন্ত্রীর মনের কথা হয়ে থাকে, তাহলে বলব যে আইনানুগ কোনও কাজ করার এটাই নিয়ম হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন কোনও নির্দেশ দিয়েছে, সেটাকে অক্ষর-অক্ষরে পালন করা যে কোনও রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে, সেটা দিন। সেটা সকল ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিয়ারনেস রিলিফ প্রাপকদের নিয়ম মেনে দিতে হবে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে সোনা, ফের বাড়ল দাম! দুঃসংবাদ রুপো নিয়েও, আজকের রেট

ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

গত ১৬ মে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে আগামী তিন মাসের মধ্যে তার কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধ করতে বলেছে। কলকাতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে ২০০৯ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ পরিশোধ করতে বলেছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের ফলে প্রায় ছয় লক্ষ রাজ্য কর্মচারী উপকৃত হবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group