প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘদিন ধরেই রাজ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ-র (DA) দাবিতে আইনি লড়াই করে চলেছেন সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন। আপাতত এই মামলা চলছে সুপ্রিম কোর্টে। ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথমবার ডিএ মামলা উঠেছিল। তারপর একের পর এক শুনানি পিছিয়ে যাচ্ছে। জানা গিয়েছে আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হবে। আর এই আবহে রাজ্যে বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যসচিবকে কড়া চিঠি লিখলেন সংগ্রামী যৌথ মঞ্চ।
কথা রাখেনি রাজ্য সরকার
চলতি বছরের বাজেটে রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা DA এর পরিমাণ ৪ শতাংশ বাড়িয়েছে। ফলে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে ১৮ শতাংশ হয়েছে। যা এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা। এমনটাই নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল।কিন্তু, রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পেলেও বহু সরকারি পেনশনপ্রাপক এপ্রিল মাসের পেনশনের সঙ্গে এই বর্ধিত মহার্ঘ ভাতা পাননি। এদিকে ওই পেনশনের টাকার উপর নির্ভর করেই তাঁদের সংসার চলে। ফলে চরম আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে সেই সব পরিবারকে। তাই এই সমস্যার সমাধান করতে এবার মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল ডিএ আন্দোলনে থাকা সংগ্রামী যৌথ মঞ্চ।
মুখ্যসচিবকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের
সেই চিঠিতে সংগ্রামী যৌথ মঞ্চ শীর্ষ আদালতের বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে অতীতের রায় তুলে ধরেছেন। এবং উল্লেখ করেছেন যার বা যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের চিহ্নিত করে শাস্তি অবশ্যই দিতে হবে। এবং সরকারের গাফিলতি স্বরূপ, আগামী সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পেনশনপ্রাপকদের বার্ষিক ৬ শতাংশ সুদ-সহ যাবতীয় বকেয়াও মিটিয়ে দেওয়ার কথাও জানান হয়েছে চিঠিতে। যদিও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে এখনও অনড় রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের দাবি, রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করলেও কেন্দ্রের সঙ্গে ডিএ হারের ফারাক এখনও ৩৫ শতাংশ। আদেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা মিলবে কিনা তা নিতে এখনও অনেকের মনে আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ শিয়ালদায় বসল প্রথম ‘মেক ইন ইন্ডিয়া’ কার্গো এক্স-রে স্ক্যানার, বিরাট উপকৃত হবেন যাত্রীরা
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এতদিন যেখানে তাঁরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। এবার তাঁরা ৫৫ শতাংশ হারে ডিএ পাবে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারী এবং আধিকারিকরদের নয়া বদলির নীতিতে অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও এখন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যা কার্যকর হয়েছে জানুয়ারি থেকে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |