ঘণ্টায় ৪৮ হাজার মানুষের আগমন! শ্রীভূমির ভিড়কে ছাপিয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ার

Published:

Santosh Mitra Square
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: থিম ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল জোর আলোচনা। তারপর সময় যত গড়িয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো ঘিরে রাজনৈতিক নানা টানাপোড়েন তৈরি হয়েছে। পুজো বন্ধের জন্য পুলিশ একের পর এক চিঠি পাঠিয়েছে পুজো কমিটিকে। আর প্রত্যেক বারই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ পুলিশের বিরুদ্ধে অসন্তোষ উগরে দিয়েছিল। কিন্তু পুজো থামেনি। আর এই তর্কবিতর্কের মাঝে সন্তোষ মিত্র স্কোয়ার এক নয়া রেকর্ড গড়ল।

নয়া রেকর্ড সন্তোষ মিত্র স্কোয়ারের

চলতি বছর, অপারেশন সিঁদুরকে ঠিক হিসেবে দর্শকদের সামনে তুলে ধরেছিল সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার। কথা, লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ফুটে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ৷ মণ্ডপটি তৈরি হয়েছে জম্মু-কাশ্মীরের দুর্গম পাহাড়ের আদলে ৷ পাহাড় জুড়ে লাইট অ্যান্ড সাউন্ডের সাহায্যে তুলে ধরা হয়েছে ভারত-পাকিস্তান সংঘর্ষের ছবি। আর তাই দেখতে রীতিমত ভিড় জমিয়েছিলেন দর্শকরা। প্যান্ডেলে লাইনের সমস্যা থাকলেও হাল ছাড়েননি তাঁরা। এতটাই ক্রেজ ছিল যে একাদশীর দিন কলকাতায় বৃষ্টি হলেও ভিড় উপচে পড়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এবার নাকি দর্শনার্থীদের ভিড় শ্রীভূমির থেকেও বেশি দেখা গিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে।

পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ভিড়

সম্প্রতি চলতি বছরের দুর্গাপুজোয় নর্থ এবং সাউথ কলকাতার বিখ্যাত প্যান্ডেলগুলিতে দর্শনার্থীদের ভিড় নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষার ফলাফলে উঠে আসল এক বিস্ময়কর তথ্য। শ্রীভূমিকে টপকে দর্শনার্থীদের ভিড়ের তালিকায় সবচেয়ে বেশি স্কোর করেছে সন্তোষ মিত্র স্কোয়ার। যেখানে প্রতি ঘণ্টায় ৪৮ হাজার দর্শনার্থী দেখা গিয়েছিল সজল ঘোষের প্যান্ডেলে। সেখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দর্শনার্থীর সংখ্যা প্রতি ঘণ্টায় দাঁড়িয়েছে ৪০ হাজারে। যা নিয়ে হতবাক সকলে। অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যতটা বিতর্ক তৈরি হয়েছিল চলতি বছর ঠিক ততটাই পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ভিড়।

আরও পড়ুন: “পর্যটকদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না!” আগামীকাল উত্তরবঙ্গে যাওয়ার আগে নির্দেশ মমতার

উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন পর্ব। আর এই প্রতিমা বিসর্জনের যাত্রাকে অন্যভাবে তুলে ধরেছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এদিন নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছিলেন তিনি। রাজ্যে অসুররাজ বন্ধ করতেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ। অন্যদিকে আজ রেড রোডে হতে চলেছে কলকাতার পুজো কার্নিভাল। অন্তত ৯৫ থেকে ১০০টি দুর্গাপুজো কমিটি আজকের কার্নিভালে অংশ নিচ্ছে। জোর প্রস্তুতি চলছে। দুপুর থেকে মহানগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join